হিমেল আহাম্মেদ-
নোয়াখালীর খবর-
নোয়াখালীতে বিশ্ব এইডস দিবস ২০২৫ উপলক্ষে আজ সোমবার সকাল ১০টায় এক বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। নোয়াখালীর সিভিল সার্জন ডা. মরিয়ম সিমির সভাপতিত্বে আয়োজিত এ কর্মসূচিতে স্বাস্থ্যসেবা প্রদানকারী, প্রশাসনিক কর্মকর্তাসহ বিভিন্ন সামাজিক সংগঠনের প্রতিনিধিরা অংশগ্রহণ করেন।
এবারের প্রতিপাদ্য— “সব বাধা দূর করি, এইডস মুক্ত সমাজ গড়ি”—উপলক্ষে জনসচেতনতা বৃদ্ধি, প্রতিরোধমূলক ব্যবস্থা জোরদার ও জনগণকে আরও সম্পৃক্ত করার লক্ষ্যেই এ আয়োজন করা হয়।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নোয়াখালী জেলার অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) জনাব আবু তৈয়ব মোঃ আরিফ হোসেন। তিনি তার বক্তব্যে এইডস প্রতিরোধে সচেতনতা সৃষ্টির গুরুত্ব তুলে ধরেন এবং সকলকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান।
সিভিল সার্জন ডা. মরিয়ম সিমি তার বক্তৃতায় এইচআইভি/এইডস প্রতিরোধে স্বাস্থ্য বিভাগের বিভিন্ন উদ্যোগ তুলে ধরেন। তিনি বলেন, “সচেতনতা ও সক্রিয় অংশগ্রহণই পারে এইডসমুক্ত সমাজ গড়তে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে।”
আলোচনা সভা শেষে একটি র্যালি বের হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। দিনব্যাপী এ আয়োজনে স্থানীয় জনসাধারণের অংশগ্রহণ ছিল উল্লেখযোগ্য।

