শাহাদাত হোসেন
নোয়াখালী খবর ডিজিটাল ডেস্ক:
নোয়াখালীর কবিরহাট উপজেলায় পারিবারিক বিরোধকে কেন্দ্র করে আনোয়ার হোসেন সাব্বির (২২) নামে এক যুবককে কুপিয়ে হত্যা করা হয়েছে।
ঘটনাটি ঘটে ২৬ নভেম্বর (বুধবার) সন্ধ্যায় উপজেলার চর গুল্যাখালী এলাকার পানি বেপারী বাড়িতে।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, পারিবারিক জমি–খেত ও লাউগাছ কাটাকে কেন্দ্র করে চলমান বিরোধের জের ধরে সাব্বিরকে ধারালো দেশীয় অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর আহত করা হয়। তাকে উদ্ধার করে ঢাকায় নেওয়ার পথে রাত ২টার দিকে তার মৃত্যু হয়। নিহত সাব্বির চাপরাশিরহাট ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের রামেশ্বপুর এলাকার মো. লিটনের ছেলে।
ঘটনার পরপরই পুলিশ অভিযান চালিয়ে অভিযুক্ত দম্পতি আব্দুর সোবহান শামীম (৩০), ও তার স্ত্রী ফারহানা আক্তার (২৩) কে আটক করে। পরে আরও একজনকে হেফাজতে নেওয়া হয়েছে বলে জানায় স্থানীয় সূত্র। হত্যার ঘটনায় মামলা প্রক্রিয়াধীন, মরদেহ ময়নাতদন্তের জন্য নোয়াখালী জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।
এলাকায় উত্তেজনা বিরাজ করছে। স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও নিহতের স্বজনরা দ্রুত ও স্বচ্ছ বিচার দাবি করেছেন। তারা মনে করছেন, সামান্য পারিবারিক বিরোধ ও জমি–ফসল নিয়ে বিবাদ ভয়াবহ হত্যাকাণ্ডে রূপ নিয়েছে,যা রোধে সচেতনতা ও আইনি পদক্ষেপ জরুরি।
পুলিশ গণমাধ্যমকে বলছে, ঘটনার সঙ্গে জড়িত কাউকেই ছাড় দেওয়া হবে না, তদন্তের ভিত্তিতে সকলকে আইনের আওতায় আনা হবে।

