শাহাদাত হোসেন
নোয়াখালী খবর ডিজিটাল ডেস্ক:
প্রাণীসম্পদ খাতকে গতিশীল ও প্রযুক্তিনির্ভর শিল্পে রূপান্তরে উদ্যোক্তাদের গুরুত্ব তুলে ধরে প্রাণবন্ত ও অনুপ্রেরণামূলক বক্তব্য দিয়েছেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রুবাইয়া বিনতে কাশেম।
আজ সকালে(২৬ নভেম্বর) উপজেলা পরিষদ মিলনায়তনে স্থানীয় প্রাণীসম্পদ উদ্যোক্তাদের নিয়ে আয়োজিত বিশেষ মতবিনিময় সভায় এ বক্তব্য রাখেন তিনি।
সভায় প্রধান অতিথির বক্তব্যে রুবাইয়া বিনতে কাশেম বলেন,যত বেশি দক্ষ উদ্যোক্তা তৈরি হবে, তত দ্রুত দেশের অর্থনৈতিক ভিত্তি আরও শক্তিশালী হবে। প্রাণীসম্পদ খাত শুধু খাদ্য নিরাপত্তার জন্য নয়; এটি তরুণদের কর্মসংস্থান, নারীর অর্থনৈতিক ক্ষমতায়ন এবং গ্রামীণ অর্থনীতির বিকাশে অগ্রণী ভূমিকা রাখছে।
তিনি আরও বলেন,উদ্যোক্তা হওয়ার মানে শুধু ব্যবসা নয়—সমস্যা চিহ্নিত করা, সমাধান বের করা এবং সমাজে ইতিবাচক পরিবর্তন এনে দেওয়া। আপনারা যদি সঠিক প্রশিক্ষণ, আধুনিক প্রযুক্তি ও পরিকল্পনাকে কাজে লাগাতে পারেন, তাহলে আপনাদের উদ্যোগই হবে দেশের উন্নয়নের পরবর্তী বড় শক্তি।
রুবাইয়া বিনতে কাশেম সরকারি বিভিন্ন সহায়তা, প্রশিক্ষণ সুযোগ, ঋণ সুবিধা এবং মাঠপর্যায়ে সেবা আরও দ্রুত ও সহজ করার প্রতিশ্রুতি দেন। তিনি উদ্যোক্তাদের অনিয়ম, ভেজাল ও অস্বাস্থ্যকর পণ্য উৎপাদন থেকে বিরত থাকার পরামর্শ দেন এবং সৎ ও মানসম্মত উৎপাদনের মাধ্যমে বাজারে আস্থা অর্জনের আহ্বান জানান।
অনুষ্ঠানে স্থানীয় প্রাণীসম্পদ কর্মকর্তা, বিভিন্ন ইউনিয়নের সফল খামারি, নতুন উদ্যোক্তা ও নারী খামারিরা অংশগ্রহণ করেন। আলোচনা শেষে সফল উদ্যোক্তাদের হাতে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয় এবং নতুন খামারিদের পরামর্শ ও প্রয়োজনীয় দিকনির্দেশনা দেওয়া হয়।
সভায় উপস্থিত উদ্যোক্তারা রুবাইয়া বিনতে কাশেমের বক্তব্যকে অনুপ্রেরণাদায়ক ও ভবিষ্যৎমুখী হিসেবে উল্লেখ করে জানান, এ ধরনের দিকনির্দেশনা মাঠপর্যায়ে কাজ করতে তাদের আত্মবিশ্বাস বাড়াবে।

