কোম্পানীগন্জ প্রতিনিধি-
নোয়াখালীর খবর-
নোয়াখালীর কোম্পানীগঞ্জে বসুরহাট পৌরসভার নাম ও লোগো ব্যবহার করে ভুয়া ফেসবুক পেজ খুলে বিভিন্ন ব্যক্তির বিরুদ্ধে অপপ্রচার চালানোর অভিযোগে সাধারণ ডায়েরি (জিডি) করেছেন পৌর নির্বাহী কর্মকর্তা হালিম উল্লা।
২৫ নভেম্বর ২০২৫ তারিখে কোম্পানীগঞ্জ থানায় করা এ জিডির ট্র্যাকিং নম্বর N469H2 এবং জিডি নম্বর ১৩২৫।
জিডিতে তিনি উল্লেখ করেন, তিনি দীর্ঘদিন ধরে বসুরহাট পৌরসভার নির্বাহী কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করছেন। কিন্তু সম্প্রতি “facebook.com/basurhat.companygonj.noakhali” নামের একটি ভূয়া ফেসবুক পেজ বসুরহাট পৌরসভার অফিসিয়াল লোগো ও পরিচয় ব্যবহার করে প্রতিনিয়ত কোম্পানীগঞ্জের বিভিন্ন ব্যক্তিকে নিয়ে অপপ্রচার করছে। এতে পৌরসভার সুনাম মারাত্মকভাবে ক্ষুণ্ন হচ্ছে।
হালিম উল্লা আরও বলেন, এ ভুয়া ফেসবুক পেজের সঙ্গে বসুরহাট পৌর কর্তৃপক্ষ কিংবা কোন কর্মকর্তা-কর্মচারীর কোনো সংশ্লিষ্টতা নেই। বিষয়টি নিয়ে উর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে জিডি দায়ের করতে কিছুটা বিলম্ব হয়েছে বলেও তিনি উল্লেখ করেন।
এদিকে অভিযোগের বিষয়ে কোম্পানীগঞ্জ থানা কর্তৃপক্ষ জানিয়েছে, জিডিটি গ্রহণ করা হয়েছে এবং বিষয়টি আইনি প্রক্রিয়ার মাধ্যমে যাচাই-বাছাই করা হবে।

