কোম্পানিগন্জ প্রতিনিধি:
নোয়াখালীর খবর-
অতিরিক্ত ওজন বহনকারী ট্রাক শুধু সড়কের ক্ষতিই বাড়ায় না, বরং যানজট, দুর্ঘটনা এবং পরিবহন ব্যবস্থায় নৈরাজ্য সৃষ্টি করে—এ কারণে সরকার বিভিন্ন স্থানে ওজন স্কেল বসানোসহ কঠোর নজরদারির উদ্যোগ নিয়েছে। কিন্তু নোয়াখালীর কোম্পানীগঞ্জে এসব নিয়ম যেন উপেক্ষিতই রয়ে গেছে।
কোম্পানীগঞ্জের দক্ষিণ অঞ্চল থেকে বসুরহাট বাজারের মধ্য দিয়ে প্রতিদিনই ৪০-৫০ টন ওজনের অবৈধ বালুবাহী ট্রাক নির্বিঘ্নে চলাচল করছে। বিশেষ করে শহরের জরুরি হাসপাতাল সড়ক দিয়ে প্রতিদিন শতাধিক বালুবাহী ট্রাকের চলাচলে সৃষ্টি হচ্ছে তীব্র যানজট। এতে গুরুত্বপূর্ণ সড়কগুলো দ্রুত নষ্ট হওয়ার পাশাপাশি রোগী, শিক্ষার্থী ও সাধারণ মানুষের ভোগান্তি চরমে পৌঁছেছে।
স্থানীয়দের অভিযোগ—উপজেলা প্রশাসন ও থানার সামনে দিয়েই এসব ট্রাক অবাধে চলাচল করলেও প্রশাসন নীরব। তাদের দাবি, “প্রশাসন যদি যথাযথ ব্যবস্থা নিত, তাহলে এত অবৈধ বালু বহন কখনো চলত না। মোটা অঙ্কের চাঁদা না পেলে কি প্রশাসন চুপ থাকতে পারে?” — এমন প্রশ্নও তুলেছেন ভুক্তভোগীরা।
বিশেষজ্ঞরা বলছেন, অতিরিক্ত ওজনের যানবাহন নিয়মিত চলাচল করলে রাস্তার আয়ু কমে যায়, দুর্ঘটনার ঝুঁকি বাড়ে এবং যানচলাচলে বিশৃঙ্খলা বাড়ে। ফলে সড়ক নিরাপত্তা নিশ্চিত করতে জরুরি ভিত্তিতে এসব অবৈধ বালুবাহী ট্রাকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া প্রয়োজন।
সাধারণ মানুষের দাবি, দ্রুত নজরদারি বৃদ্ধি, নিয়মিত মোবাইল কোর্ট পরিচালনা এবং আইনের কঠোর প্রয়োগের মাধ্যমে কোম্পানীগঞ্জের সড়কে নৈরাজ্য বন্ধ করা হোক।

