শাহাদাত হোসেন-
নোয়াখালী খবর ডিজিটাল ডেস্ক:
নোয়াখালী-৫ আসনে জাতীয় সমাজ তান্ত্রিক দল (জেএসডি) মনোনীত সংসদ সদস্য প্রার্থী কামাল উদ্দীন পাটোয়ারী (প্রতীক: তারা)-এর সমর্থনে বসুরহাটে গণমিছিল ও পথসভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার(২২ নভেম্বর) বাদ মাগরিব কোম্পানীগঞ্জের বসুরহাট জিরো পয়েন্টে আয়োজিত এ পথসভায় বিপুল সংখ্যক স্থানীয় জনগণ ও দলীয় নেতাকর্মী অংশ নেন।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন, আলা উদ্দিন,আর কেন্দ্রীয় কমিটির সদস্য মোহাম্মদ হেলাল উদ্দিন।
পথসভার সভাপতিত্ব করেন, জেএসডি নোয়াখালী জেলা শাখার সহ-সভাপতি কাজল হাজারী।
পথসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেএসডির কেন্দ্রীয় কমিটির সিনিয়র সহ- সভাপতি বেগম তানিয়া রব। তিনি মিছিলের সামনে এসে সমর্থকদের উদ্দেশে হাত তুলে শুভেচ্ছা জানান এবং দলীয় প্রার্থীকে বিজয়ী করতে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।
তানিয়া রবের উপস্থিতিতে উত্তাল পথসভা। তিনি অভিযোগ করেন,“দিনে ভোট, রাতে পালানোর রাজনীতি যারা করেছে এবং নদীভাঙনের মতো সংকটময় সময়ে জনগণের পাশে ছিল না,তাদের বিরুদ্ধে জনগণ গণরায় দেবে।
জেএসডির কেন্দ্রীয় কমিটির সিনিয়র সহ- সভাপতি আরও বলেন, নোয়াখালী-৫ আসনে দীর্ঘদিন ধরে ক্ষমতার অপব্যবহার, চাঁদাবাজি, হাটবাজার দখল, বাসস্ট্যান্ডে জোরপূর্বক চাঁদা আদায় জনজীবনকে অতিষ্ঠ করে তুলেছে। আগে যেখানে একশ টাকা নেওয়া হতো, এখন সেখানে দুইশ টাকা পর্যন্ত চাঁদা আদায় করা হয়।
মিসেস রব দাবি করেন, জেএসডির তারা মার্কার প্রার্থী কামাল উদ্দীন পাটোয়ারী বিজয়ী হলে এলাকায় স্থায়ী রাস্তা-ঘাট উন্নয়ন, নদীভাঙন প্রতিরোধ ও সুশাসন প্রতিষ্ঠা হবে।তিনি বলেন, এই আসনে অনেকদিন পরে জনগণ প্রকৃত পরিবর্তনের সুযোগ পেয়েছে। প্রতীকের চেয়ে যোগ্যতার মূল্যায়ন বেশি জরুরি।
(জেএসডি) মনোনীত সংসদ সদস্য প্রার্থী কামাল উদ্দীন পাটোয়ারী পথসভায় বক্তারা এলাকার বিভিন্ন সমস্যা, নদীভাঙন পরিস্থিতি, রাস্তা-ঘাটের অব্যবস্থাপনা এবং অতীত নির্বাচনে অনিয়মের বিষয়গুলো তুলে ধরেন।
গণ মিছিলে অংশগ্রহণকারীদের ধন্যবাদ জানিয়ে কামাল উদ্দীন পাটোয়ারী বলেন,আমি জনগণের কণ্ঠস্বর হতে চাই।নোয়াখালী-৫ এর সার্বিক উন্নয়ন, শিক্ষা, স্বাস্থ্যসেবা ও অবকাঠামোগত উন্নয়নকে অগ্রাধিকার দিয়ে কাজ করতে চাই। জনগণের সমর্থনই আমাকে সামনে এগিয়ে যেতে অনুপ্রাণিত করছে।
মিছিল চলাকালে সমর্থকরা তারা মার্কার পক্ষে স্লোগান দিতে থাকেন। এই গণ মিছিলকে নোয়াখালী-৫ আসনে জেএসডি-র নির্বাচনী প্রচারণার একটি গুরুত্বপূর্ণ শক্তি-প্রদর্শন হিসেবে নেতাকর্মীরা দেখা হচ্ছে বলে অভিমত।

