শাহাদাত হোসেন-
নোয়াখালী খবর ডিজিটাল ডেস্ক:
নোয়াখালী-৫ (কোম্পানীগঞ্জ,কবিরহাট উপজেলা ও সদরের একাংশ) আসনে বিএনপির মনোনীত প্রার্থী আলহাজ্ব মোহাম্মদ ফখরুল ইসলামের সমর্থনে কোম্পানীগঞ্জের বিভিন্ন এলাকায় দিনব্যাপী মিছিল ও গণসমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার(২১ নভেম্বর) চরহাজারী, মুছাপুর ও রামপুর ইউনিয়নের গুরুত্বপূর্ণ বাজার ও সড়কগুলোতে অনুষ্ঠিত এসব কর্মসূচিতে বিপুল সংখ্যক নেতাকর্মী ও সাধারণ মানুষের উপস্থিতিতে এলাকাজুড়ে ধানের শীষের স্লোগান মুখরিত হয়ে ওঠে।

দিনব্যাপী শান্তিরহাট, রংমালা বাজার, মালেক বাজার, মৌলভী বাজার, চৌধুরী বাজার, বাংলাবাজার এবং বামনী বাজারে আলহাজ্ব মোহাম্মদ ফখরুল ইসলাম তাঁর সমর্থকদের সঙ্গে নিয়ে নির্বাচনী মিছিলে অংশ নেন। প্রতিটি স্থানে অনুষ্ঠিত পথসভা ও গণসমাবেশে স্থানীয় ভোটারদের উৎসাহ ও উদ্দীপনা লক্ষ্য করা যায়। নির্বাচনী মাঠে ধানের শীষের এই ব্যাপক উপস্থিতি প্রার্থী ফখরুল ইসলামের প্রচারণায় নতুন গতি যোগ করেছে বলে মনে করছেন স্থানীয় নেতাকর্মীরা।
কর্মসূচিতে নোয়াখালী জেলা বিএনপির সদস্য ও কোম্পানীগঞ্জ উপজেলা বিএনপির সাবেক আহবায়ক নুরুল আলম শিকদার, সাবেক সদস্য সচিব মাহমুদুর রহমান রিপন, সাবেক সাধারণ সম্পাদক আফতাব আহমেদ বাচ্চু, বিএনপি নেতা একরামুল হক মিলন মেম্বার, মুছাপুর ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃ শাহজাহান এবং উপজেলা যুবদলের সদস্য সচিব জাহিদুর রহমান রাজনসহ স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের শীর্ষ নেতারা উপস্থিত ছিলেন।
নেতারা বলেন, জনগণের অধিকার ও গণতন্ত্র পুনরুদ্ধারের লড়াইয়ে বিএনপির প্রার্থীর প্রতি মানুষের আস্থা বাড়ছে। আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষের বিজয় নিশ্চিত করতে তারা মাঠে থেকে কাজ করে যাওয়ার ঘোষণা দেন।
স্থানীয় রাজনৈতিক দলের নেতাকর্মীদের মতে, এদিনের ব্যাপক উপস্থিতি বিএনপির প্রার্থীর পক্ষে শক্তিশালী জনসমর্থনের একটি ইঙ্গিত বহন করছে, যা নির্বাচনী প্রতিদ্বন্দ্বিতাকে আরও গতিশীল করে তুলতে পারে।

