নোয়াখালীর খবর-
নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার বসুরহাট বাজারে মেয়াদোত্তীর্ণ ওষুধ মজুত ও বিক্রির অভিযোগে ছয়টি ফার্মেসিকে ৮০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
মঙ্গলবার (১৮ নভেম্বর) সন্ধ্যায় উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) রুবাইয়া বিনতে কাশেম এবং জেলা ড্রাগ সুপার শাহজালাল ভুঁইয়া যৌথভাবে এ অভিযান পরিচালনা করেন। অভিযানে বিভিন্ন ফার্মেসিতে বিপুল পরিমাণ মেয়াদোত্তীর্ণ ওষুধ মজুতের প্রমাণ পাওয়া যায়। এসময় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ অনুযায়ী সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর বিরুদ্ধে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া হয়।
জরিমানাকৃত ফার্মেসিগুলো হলো—
জনতা ফার্মেসি: ১০,০০০ টাকা
আবদুল্লাহ ফার্মেসি: ৪০,০০০ টাকা
লাইফ লাইন ফার্মেসি: ৫,০০০ টাকা
বসুরহাট ল্যাব ফার্মেসি অ্যান্ড সার্জিক্যাল: ১০,০০০ টাকা
হাজী ফার্মেসি: ১০,০০০ টাকা
এমদাদিয়া ফার্মেসি: ৫,০০০ টাকা
অভিযান শেষে উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট রুবাইয়া বিনতে কাশেম বলেন, “জনস্বাস্থ্যের জন্য মেয়াদোত্তীর্ণ ওষুধ মজুত বা বিক্রি করা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। আমরা নিয়মিত বাজার মনিটরিংয়ের মাধ্যমে জনগণের স্বাস্থ্য সুরক্ষায় কাজ চালিয়ে যাচ্ছি। নকল ও মেয়াদোত্তীর্ণ ওষুধের বিরুদ্ধে আমাদের অভিযান অব্যাহত থাকবে।”
স্থানীয়দের দাবি, এ ধরনের নিয়মিত অভিযান বাজারে নকল ও মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রি প্রতিরোধে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। তারা আরও কঠোর নজরদারির জন্য উপজেলা প্রশাসনের প্রতি আহ্বান জানান।

