আরমান হোসেন-
নোয়াখালীর খবর-
নোয়াখালীর সদর ও কবিরহাট উপজেলায় পৃথক সড়ক দুর্ঘটনায় দুজন নিহত হয়েছেন। এসব ঘটনায় আহত হয়েছেন আরও চারজন। সোমবার (১৭ নভেম্বর) সকালে পৃথক দুটি স্থানে এ দুর্ঘটনা ঘটে।
সকাল সাড়ে ৯টার দিকে মাইজদী–রাজগঞ্জ আঞ্চলিক মহাসড়কের পুরাতন কলেজের সামনে প্রথম দুর্ঘটনাটি ঘটে। নিহত গোলাম সরোয়ার (৪৭) খুলনার পাংশি গ্রামের বাসিন্দা এবং মেঘনা গ্রুপে আর. এম হিসেবে নোয়াখালীতে কর্মরত ছিলেন। স্থানীয় সূত্রে জানা যায়, তিনি বাজার করার উদ্দেশ্যে বাসা থেকে বের হয়ে সড়কের পাশে দাঁড়িয়ে ছিলেন। এসময় পেছন দিক থেকে আসা একটি বেপরোয়া গতির ট্রাক তাকে চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
এর আগে সকাল সাড়ে ৮টার দিকে কবিরহাট–সোনাপুর সড়কের ইতালি মার্কেট এলাকায় আরেকটি দুর্ঘটনা ঘটে। সোনাপুর থেকে কবিরহাটগামী একটি সিএনজিচালিত অটোরিকশার সঙ্গে বিপরীত দিক থেকে আসা একটি ট্রেনিংকারের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে সিএনজিচালিত অটোরিকশায় থাকা চার যাত্রী আহত হন। স্থানীয়রা তাদের উদ্ধার করে নোয়াখালী জেনারেল হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক বেলাল হায়দার (৪৬) নামে এক যাত্রীকে মৃত ঘোষণা করেন। তিনি কোম্পানীগঞ্জের সিরাজপুর ইউনিয়নের বিরাহীমপুর গ্রামের বাসিন্দা।
কবিরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহীন মিয়া জানান, ঘটনার পর ট্রেনিংকার ও সিএনজিচালিত অটোরিকশা জব্দ করা হয়েছে। নিহতের পরিবারের অভিযোগের ভিত্তিতে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
সুধারাম মডেল থানার ওসি মোহাম্মদ কামরুল ইসলামও একই তথ্য নিশ্চিত করে বলেন, অভিযোগ পেলে তদন্তসাপেক্ষে ব্যবস্থা গ্রহণ করা হবে।

