হিমেল আহাম্মেদ-
নোয়াখালী খবর ডিজিটাল ডেস্ক:
নোয়াখালী জেলা বিএনপি তাদের অঙ্গ ও সহযোগী সংগঠনের সকল নেতাকর্মীদের উদ্দেশ্যে এক বিশেষ সতর্কতা নোটিশ জারি করেছে।

দলীয় শৃঙ্খলা বজায় রাখতে এবং কেন্দ্রীয় সিদ্ধান্ত অনুসরণে আহ্বান জানিয়ে এ প্রেস বিজ্ঞপ্তিটি প্রকাশ করেছেন নোয়াখালী জেলা বিএনপি’র দাপ্তরিক দায়িত্বপ্রাপ্ত সদস্য অ্যাডভোকেট রবিউল হাসান পলাশ।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে—
“বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সম্মানিত মহাসচিব ইতোমধ্যে জেলার সংশ্লিষ্ট আসনসমূহে বিএনপি’র মনোনীত ‘ধানের শীষ’ প্রতীকে প্রার্থী ঘোষণা করেছেন। দলের সিদ্ধান্তই চূড়ান্ত। তাই দলের এই সিদ্ধান্তের বিরুদ্ধে কেউ ব্যক্তিগত বা গোষ্ঠীগতভাবে কোনো কার্যক্রমে অংশগ্রহণ করলে তার বিরুদ্ধে কঠোর সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হবে।”
বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয় যে, জেলা বিএনপি উদ্বেগের সঙ্গে লক্ষ্য করছে — কিছু সংসদীয় আসনে কয়েকজন নেতৃবৃন্দ দলের মনোনীত প্রার্থীর বিরুদ্ধে অবস্থান নিচ্ছেন, যা দলের শৃঙ্খলার পরিপন্থী। দল ইতোমধ্যে তাদের গতিবিধি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে।
এছাড়া, নোয়াখালী জেলা বিএনপি’র আহ্বায়ক মাহবুব আলমগীর আলো ও সদস্য সচিব মো. হারুনুর রশিদ আজাদ এক যৌথ আহ্বানে বলেন—
“দলের বৃহত্তর স্বার্থে, দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সিদ্ধান্ত মেনে চলা সকলের দায়িত্ব ও কর্তব্য। কেউ ভুল বোঝাবুঝি, মান-অভিমান কিংবা ব্যক্তিগত অভিমতের কারণে যদি দলের সিদ্ধান্তের বাইরে অবস্থান নেন, তবে তার বিরুদ্ধে তাৎক্ষণিক সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।”
নোয়াখালী জেলা বিএনপি’র এই সতর্কতামূলক নোটিশের মাধ্যমে দলের অভ্যন্তরীণ শৃঙ্খলা বজায় রাখা ও নির্বাচনী মাঠে ঐক্য ধরে রাখার বার্তা স্পষ্টভাবে তুলে ধরা হয়েছে।

