শাহদাত হোসেন-
নোয়াখালীর খবর-
নোয়াখালীর কবিরহাট-বসুরহাট সড়কে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় নিহতদের মধ্যে কোম্পানীগঞ্জ উপজেলার অধিবাসী ৫ জনের পরিবারকে আর্থিক সহযোগিতা প্রদান করেছেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) তানভীর ফরহাদ শামীম।

সম্প্রতি উপজেলার কবিরহাট-বসুরহাট সড়কের ইসলামিয়া আলিয়া মাদরাসার সামনে সংঘটিত এ দুর্ঘটনায় ৬ জন নিহত হন। মঙ্গলবার (৪ নভেম্বর) দুপুর আড়াইটার দিকে এ ঘটনাটি ঘটে।
দুর্ঘটনায় নিহত কোম্পানীগঞ্জের পাঁচ পরিবারের প্রতি গভীর শোক ও সমবেদনা জানিয়ে ইউএনও তানভীর ফরহাদ শামীম বলেন, “কোন অপ্রত্যাশিত মৃত্যুই কাম্য নয়। পরম করুনাময় মহান আল্লাহর নিকট নিহতদের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করছি।”

তিনি আরও জানান, উপজেলা প্রশাসনের পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে নিহত পরিবারের সদস্যদের আর্থিক সহযোগিতা প্রদান করা হয়েছে।

পাশাপাশি বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ) এর ক্ষতিপূরণ তহবিল ও জেলা প্রশাসনের সহযোগিতায় আরও আর্থিক সহায়তা নিশ্চিত করার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হচ্ছে।
উল্লেখ্য, ইউএনও তানভীর ফরহাদ শামীম তার ব্যক্তিগত ফেসবুক পেজে দুর্ঘটনায় নিহতদের স্মরণে শোকবার্তাও প্রকাশ করেন এবং তাদের পরিবারের পাশে থাকার আশ্বাস দেন।

