স্পোর্টস ডেস্ক-
নোয়াখালীর খবর-
বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) আসন্ন আসরে ফ্র্যাঞ্চাইজি পাওয়ার জন্য আবেদন করেছিল মোট ১১টি প্রতিষ্ঠান। তবে প্রাথমিক যাচাই-বাছাই শেষে বাদ পড়েছে তিনটি প্রতিষ্ঠান— এসকিউ স্পোর্টস, মাইন্ডট্রি এবং বাংলামার্ক গ্রুপ। এর ফলে এবারের আসরে নোয়াখালী ও খুলনা—দুটি অঞ্চলই দল পাচ্ছে না।
রোববার (২ নভেম্বর) বিপিএল সংক্রান্ত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান বিপিএলের সদস্য সচিব ইফতেখার রহমান মিঠু এবং বিসিবির আইনজীবী মাহিন এম রহমান।
⚠️ এসকিউ স্পোর্টস বাদ পড়লো যাচাই-বাছাইয়ে
পূর্বে তিনটি আসরে চিটাগং কিংস নামে অংশ নেওয়া এসকিউ স্পোর্টস এবারও ফ্র্যাঞ্চাইজি নিতে আগ্রহ প্রকাশ করেছিল। তবে পারিশ্রমিক সংক্রান্ত বিভিন্ন জটিলতার কারণে প্রতিষ্ঠানটির আবেদন নাকচ করে বিসিবি।
ইফতেখার মিঠু জানান,
“চিটাগং কিংসের বিরুদ্ধে গত আসরের ৪৬ লাখ টাকার হোটেল বিল, কোচ শন টেইটের ৪৫ লাখ টাকার বকেয়া এবং ব্র্যান্ড অ্যাম্বাসেডর শহীদ আফ্রিদি ও ইয়াসা সাগরের পারিশ্রমিক না দেওয়ার অভিযোগ আছে।”
বাদ পড়ায় এসকিউ স্পোর্টস বিসিবির বিরুদ্ধে আদালত অবমাননার অভিযোগ দায়ের করে। তবে আজকের শুনানিতে হাইকোর্ট স্থগিতাদেশ দিয়েছে এবং বিসিবিকে শর্ত পূরণকারী অন্য প্রতিষ্ঠানকে চট্টগ্রামের ফ্র্যাঞ্চাইজি দেওয়ার অনুমতি দিয়েছে।
📉 খুলনা ও নোয়াখালীও দলে নেই
যাচাই-বাছাইয়ে মাইন্ডট্রি ও বাংলামার্ক গ্রুপ বাদ পড়ায় এবার খুলনা টাইগার্স ও নোয়াখালীর প্রস্তাবিত দল বিপিএলে থাকছে না।
খুলনা থেকে শুধু মাইন্ডট্রিই আবেদন করেছিল, যা বাতিল হয়েছে।
নোয়াখালীর পক্ষ থেকে আবেদন করেছিল বাংলামার্ক গ্রুপ, তারাও বাদ গেছে।
তবে বিসিবির আইনজীবী মাহিন রহমান জানান,
> “বিসিবি চাইলে অন্য আগ্রহী প্রতিষ্ঠানকে এই অঞ্চলের ফ্র্যাঞ্চাইজি দিতে পারবে।”
—
✅ যেসব প্রতিষ্ঠান টিকে আছে প্রাথমিক বাছাইয়ে
প্রাথমিকভাবে নির্বাচিত ৮টি প্রতিষ্ঠান হলো—
১️⃣ এসএস গ্রুপ (কুমিল্লা)
২️⃣ রিমার্ক হরল্যান (ঢাকা)
৩️⃣ বসুন্ধরা গ্রুপ (রংপুর)
৪️⃣ নাবিল গ্রুপ (রাজশাহী)
৫️⃣ দেশ ট্রাভেলস (রাজশাহী)
৬️⃣ আকাশবাড়ি হলিডেজ (বরিশাল)
৭️⃣ ক্রিকেট উইথ সামি (সিলেট)
৮️⃣ ট্রায়াঙ্গেল সার্ভিসেস লিমিটেড (চট্টগ্রাম)
এই তালিকা থেকে ৫–৬টি দল চূড়ান্ত করা হবে। সকল প্রক্রিয়া সম্পন্ন করে ৫ বছরের জন্য ফ্র্যাঞ্চাইজি চুক্তি হবে বলে জানিয়েছেন বিপিএল কর্তৃপক্ষ।
ইফতেখার মিঠু বলেন,
“সবচেয়ে যোগ্য ও সুশৃঙ্খল প্রতিষ্ঠানকেই এবার সুযোগ দেওয়া হবে। মন্দের ভালো কেউ জায়গা পাবে না।”
📍 সূত্র: বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি), বিপিএল গভর্নিং কাউন্সিল

