হিমেল আহাম্মেদ-
নোয়াখালীর খবর-
প্রতিষ্ঠার ১৭ বছর পর অবশেষে নোয়াখালী মেডিকেল কলেজে কমিটি গঠন করেছে জাতীয়তাবাদী ছাত্রদল। নবগঠিত ১০ সদস্যবিশিষ্ট কমিটিতে সভাপতি হয়েছেন বিশ্বাস মো. মেহেদী হাসান এবং সাধারণ সম্পাদক হয়েছেন মো. সামিউল হক।
বুধবার (২৯ অক্টোবর) বিকেলে নবনির্বাচিত সভাপতি ও সাধারণ সম্পাদক গণমাধ্যমে বিষয়টি নিশ্চিত করেন। এর আগে গত শনিবার (২৫ অক্টোবর) কেন্দ্রীয় ছাত্রদলের সভাপতি মো. রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে কমিটির অনুমোদন দেওয়া হয়।
নতুন কমিটিতে সিনিয়র সহ-সভাপতি হয়েছেন সুমাইয়া জেমি ও মো. ফয়সাল হোসেন। সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন আব্দুল্লাহ বিন হাবীব চৌধুরী। এছাড়া যুগ্ম সাধারণ সম্পাদক আহনাফ আমির জাওয়াদ ও আবদুর রহমান জিসান, সাংগঠনিক সম্পাদক ইরফান মিসবাহ, দপ্তর সম্পাদক মোহাম্মদ সাহিদুল আলম এবং প্রচার সম্পাদক হয়েছেন আরফানুল হক।
কেন্দ্রীয় ছাত্রদল নতুন কমিটিকে আগামী ৩০ দিনের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠনের নির্দেশনা দিয়েছে।
দীর্ঘদিন পর সংগঠন ফিরে পাওয়ায় ক্যাম্পাসে স্বস্তি ও উচ্ছ্বাসে ভরপুর ছাত্রদল নেতাকর্মীরা। তারা বলছেন, নতুন এই কমিটি নোয়াখালী মেডিকেল কলেজে গণতান্ত্রিক চর্চার নতুন অধ্যায় সূচনা করবে।
নবনির্বাচিত সভাপতি বিশ্বাস মো. মেহেদী হাসান বলেন,
“আমাদের মেডিকেল কলেজ প্রতিষ্ঠার ১৭ বছর পর প্রথমবারের মতো ছাত্রদলের কমিটি গঠিত হয়েছে—এটা আমাদের জন্য সত্যিই ঐতিহাসিক মুহূর্ত। আমরা আনন্দিত ও গর্বিত। শিক্ষার্থীদের অধিকার আদায় ও গণতান্ত্রিক চেতনা বিকাশে এই কমিটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।”
সাধারণ সম্পাদক মো. সামিউল হক বলেন,
“আমাদের ৩০ দিনের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠনের নির্দেশনা দেওয়া হয়েছে। আমরা শিক্ষার্থীদের অংশগ্রহণ নিশ্চিত করে সংগঠনকে আরও স্বচ্ছ, সংগঠিত ও কার্যকরভাবে পরিচালনা করতে বদ্ধপরিকর।”


