ঢাকাবুধবার , ২৯ অক্টোবর ২০২৫
  1. আইন বিচার
  2. আজ দেশজুড়ে
  3. আজকের সর্বশেষ
  4. আন্তর্জাতিক
  5. কৃষি সংবাদ
  6. খাদ্য ও পুষ্টি
  7. খুলনা
  8. খেলাধুলা
  9. চট্টগ্রাম
  10. চাকরি-বাকরি
  11. ছড়া
  12. জাতীয়
  13. জীবনযাপন
  14. ঢাকা
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

কোম্পানীগঞ্জে স্কুল কমিটির নির্বাচনে জামায়াতের জয়জয়কার, বিএনপির ভরাডুবি

শাহাদাত হোসেন-
অক্টোবর ২৯, ২০২৫ ২:৩৪ অপরাহ্ণ
Link Copied!

শাহাদাত হোসেন

নোয়াখালীর খবর-
নোয়াখালী খবর ডিজিটাল ডেস্ক:
নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলায় পশ্চিম চরকাঁকড়া পন্ডিতের হাট উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির নির্বাচনে জামায়াত ইসলামী সমর্থিত প্রার্থীরা জয়জয়কার। অপরদিকে বিএনপি সমর্থিত প্রার্থীরা ভরাডুবি হয়েছে।

বুধবার (২৯ অক্টোবর) সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। ভোট গণনা শেষে ফলাফল ঘোষণায় দেখা যায়, জামায়াত সমর্থিত প্যানেল প্রার্থীরা বিপুল ভোটে বিজয়ী হয়েছেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, নির্বাচনে ভোটারদের মধ্যে উৎসবের আমেজ ছিল। দীর্ঘ ৯ বছর পর এমন প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ও সুষ্ঠু নির্বাচন হওয়ায় সাধারণ শিক্ষক, অভিভাবক ও এলাকাবাসীর মধ্যে ব্যাপক সন্তুষ্টি দেখা গেছে।

চরকাঁকড়া পন্ডিতের হাট উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির নির্বাচনে ১৯৮ জন ভোটারের মধ্যে ১৫৪ জন ভোট প্রদান করেন। নির্বাচনে বিএনপি, জামায়াত ইসলামী প্যানেল ও সতন্ত্র প্রার্থী অংশগ্রহণ করে।

পশ্চিম চরকাঁকড়া পন্ডিতের হাট উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির নির্বাচনে সাধারণ অভিভাবক সদস্য’র মধ্যে ২জন জামায়াত ইসলামী প্যানেলে আবদুল্লাহ আল মামুন ১০২ ভোট পেয়ে প্রথম হয়েছে, নুর আলম মাসুদ ৮৭ ভোট পেয়ে তৃতীয় হয়েছে।

ম্যানেজিং কমিটির নির্বাচনে সাধারণ অভিভাবক সদস্য’র বিএনপি প্যানেলে আব্দুর রহমান মিলন ১০০ ভোট পেয়ে দ্বিতীয় হয়েছে।

সতন্ত্র প্রার্থী মো.একরামুল হক ৭৮ ভোট পেয়ে চতুর্থ হয়েছে।

সংরক্ষিত মহিলা অভিভাবক সদস্য কামরুন নাহার ৬৯ ভোট পেয়ে প্রথম হয়েছে।

বিজয়ী প্যানেলের প্রার্থীরা জানান, এই জয় জনগণের জয়। তারা বিদ্যালয়ের শিক্ষার মান উন্নয়ন ও শিক্ষার্থীদের কল্যাণে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেছেন।

অন্যদিকে পরাজিত জামায়াত সমর্থিত প্যানেলের প্রার্থীরা অভিযোগ করেছেন, প্রশাসন ও স্থানীয় প্রভাবশালীদের সমর্থনে বিএনপি সমর্থিত প্রার্থীদের প্রতি পক্ষপাতিত্ব ছিল। তবে নির্বাচনের সামগ্রিক পরিবেশ শান্তিপূর্ণ ছিল বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

আমাদের সাইটে আমরা নিজস্ব সংবাদ তৈরির পাশাপাশি দেশের এবং বিশ্বের বিভিন্ন স্বনামধন্য সংবাদমাধ্যম থেকে গুরুত্বপূর্ণ খবর সংগ্রহ করে নির্ভুল সূত্রসহ প্রকাশ করে থাকি। আমরা সবসময় তথ্যের নির্ভরযোগ্যতা এবং সঠিকতা নিশ্চিত করার জন্য সর্বোচ্চ চেষ্টা করি। তবে, যদি কোনো সংবাদ নিয়ে আপত্তি বা অভিযোগ থাকে, তাহলে আমরা আপনাকে বিনীত অনুরোধ জানাচ্ছি সংশ্লিষ্ট সংবাদ মাধ্যম বা নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে সরাসরি যোগাযোগ করার জন্য। এই সাইটের সব ধরণের সংবাদ, আলোকচিত্র, অডিও এবং ভিডিও কন্টেন্ট কপিরাইট আইন দ্বারা সুরক্ষিত। বিনা অনুমতিতে এই কন্টেন্ট ব্যবহারের প্রচেষ্টা সম্পূর্ণ বেআইনি এবং আইনত শাস্তিযোগ্য। আমরা আমাদের ব্যবহারকারীদের একটি সুরক্ষিত ও তথ্যবহুল অভিজ্ঞতা প্রদানের জন্য প্রতিশ্রুতিবদ্ধ। আমাদের নিউজ সাইটের মাধ্যমে পাওয়া যেকোনো তথ্য ব্যবহারের আগে দয়া করে সেই তথ্যের উৎস যাচাই করতে ভুলবেন না। আপনাদের সমর্থন এবং সহযোগিতা আমাদের এগিয়ে যাওয়ার প্রেরণা। আমাদের সাথেই থাকুন, সর্বশেষ খবর এবং নির্ভরযোগ্য তথ্য পেতে।
%d bloggers like this: