শাহাদাত হোসেন
নোয়াখালীর খবর-
নোয়াখালী খবর ডিজিটাল ডেস্ক:
নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলায় পশ্চিম চরকাঁকড়া পন্ডিতের হাট উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির নির্বাচনে জামায়াত ইসলামী সমর্থিত প্রার্থীরা জয়জয়কার। অপরদিকে বিএনপি সমর্থিত প্রার্থীরা ভরাডুবি হয়েছে।
বুধবার (২৯ অক্টোবর) সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। ভোট গণনা শেষে ফলাফল ঘোষণায় দেখা যায়, জামায়াত সমর্থিত প্যানেল প্রার্থীরা বিপুল ভোটে বিজয়ী হয়েছেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, নির্বাচনে ভোটারদের মধ্যে উৎসবের আমেজ ছিল। দীর্ঘ ৯ বছর পর এমন প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ও সুষ্ঠু নির্বাচন হওয়ায় সাধারণ শিক্ষক, অভিভাবক ও এলাকাবাসীর মধ্যে ব্যাপক সন্তুষ্টি দেখা গেছে।
চরকাঁকড়া পন্ডিতের হাট উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির নির্বাচনে ১৯৮ জন ভোটারের মধ্যে ১৫৪ জন ভোট প্রদান করেন। নির্বাচনে বিএনপি, জামায়াত ইসলামী প্যানেল ও সতন্ত্র প্রার্থী অংশগ্রহণ করে।
পশ্চিম চরকাঁকড়া পন্ডিতের হাট উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির নির্বাচনে সাধারণ অভিভাবক সদস্য’র মধ্যে ২জন জামায়াত ইসলামী প্যানেলে আবদুল্লাহ আল মামুন ১০২ ভোট পেয়ে প্রথম হয়েছে, নুর আলম মাসুদ ৮৭ ভোট পেয়ে তৃতীয় হয়েছে।
ম্যানেজিং কমিটির নির্বাচনে সাধারণ অভিভাবক সদস্য’র বিএনপি প্যানেলে আব্দুর রহমান মিলন ১০০ ভোট পেয়ে দ্বিতীয় হয়েছে।
সতন্ত্র প্রার্থী মো.একরামুল হক ৭৮ ভোট পেয়ে চতুর্থ হয়েছে।
সংরক্ষিত মহিলা অভিভাবক সদস্য কামরুন নাহার ৬৯ ভোট পেয়ে প্রথম হয়েছে।
বিজয়ী প্যানেলের প্রার্থীরা জানান, এই জয় জনগণের জয়। তারা বিদ্যালয়ের শিক্ষার মান উন্নয়ন ও শিক্ষার্থীদের কল্যাণে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেছেন।
অন্যদিকে পরাজিত জামায়াত সমর্থিত প্যানেলের প্রার্থীরা অভিযোগ করেছেন, প্রশাসন ও স্থানীয় প্রভাবশালীদের সমর্থনে বিএনপি সমর্থিত প্রার্থীদের প্রতি পক্ষপাতিত্ব ছিল। তবে নির্বাচনের সামগ্রিক পরিবেশ শান্তিপূর্ণ ছিল বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।


