কোম্পানিগন্জ প্রতিনিধি
নোয়াখালীর খবর-
নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার চরহাজারি ইউনিয়নে ছোট ফেনী নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে এলজিইডির ঠিকাদারি প্রতিষ্ঠান স্ট্যান্ডার্ড ইঞ্জিনিয়ার্স লিমিটেডের দুই কর্মকর্তাকে এক বছর করে বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
দণ্ডপ্রাপ্তরা হলেন—প্রতিষ্ঠানটির ডেপুটি প্রজেক্ট ম্যানেজার নুর নবী (৩৮) এবং সাইট ইঞ্জিনিয়ার মোহাম্মদ রিয়াজুল (৩২)।
বুধবার বিকেল ৫টার দিকে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তানভীর ফরহাদ শামীমের নেতৃত্বে এই মোবাইল কোর্ট পরিচালিত হয়।

সূত্র জানায়, চরহাজারি ইউনিয়নের ছোট ফেনী নদীর উপর নির্মাণাধীন তেল্লারঘাট থেকে দনিপাড়া কানেক্টিং ব্রিজের কাজের জন্য ড্রেজার মেশিন ব্যবহার করে অবৈধভাবে বালু উত্তোলন করছিল ঠিকাদারি প্রতিষ্ঠানটি। অভিযোগের ভিত্তিতে অভিযান পরিচালনা করে ঘটনাস্থল থেকে ডেপুটি প্রজেক্ট ম্যানেজার ও সাইট ইঞ্জিনিয়ারকে আটক করা হয়।
অভিযানে প্রায় ১.৫ কিলোমিটার ড্রেজার পাইপ ধ্বংস করা হয় এবং একটি ইঞ্জিন জব্দ করা হয়।
অভিযান পরিচালনায় সহকারী কমিশনার (ভূমি), বাংলাদেশ সেনাবাহিনী, কোম্পানীগঞ্জ থানা পুলিশ এবং আনসার সদস্যরা সহায়তা করেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা তানভীর ফরহাদ শামীম বলেন,
“সরকারি প্রকল্পের কাজের আড়ালে কেউ যদি প্রাকৃতিক সম্পদ ধ্বংস করে বা নদী দখল করে, তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। পরিবেশ ও নদী রক্ষায় প্রশাসনের অভিযান অব্যাহত থাকবে।”

