নিজস্ব প্রতিবেদক | নোয়াখালী
নোয়াখালীতে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের যুব কল্যাণ তহবিল থেকে জেলার নির্বাচিত যুব সংগঠনগুলোর মাঝে অনুদানের চেক বিতরণ করা হয়েছে।
আজ মঙ্গলবার বিকেলে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে নোয়াখালী জেলা যুব উন্নয়ন অধিদপ্তরের আয়োজনে এ চেক বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এসময় জেলার বিভিন্ন উপজেলার ২২টি যুব সংগঠনের মাঝে মোট ১১ লাখ ২৫ হাজার টাকার অনুদানের চেক প্রদান করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মুহাম্মদ ইসমাইল। সভাপতিত্ব করেন নোয়াখালী জেলা যুব উন্নয়ন অধিদপ্তরের উপপরিচালক সাজ্জাদ হায়দার ভূঁইয়া।
বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার মো. লিয়াকত আকবর, জেলা ক্রীড়া কর্মকর্তা মাঈন উদ্দিন মিলকি, এবং জেলা সমবায় কর্মকর্তা মুরাদ আহাম্মদ।
অতিথিবৃন্দ বলেন, বর্তমান সরকার তরুণদের আত্মকর্মসংস্থানে উৎসাহিত করতে নানামুখী উদ্যোগ গ্রহণ করেছে। যুব উন্নয়ন অধিদপ্তরের এ অনুদান তরুণ উদ্যোক্তা ও সংগঠনগুলোকে আরও শক্তিশালী করবে এবং সমাজে ইতিবাচক পরিবর্তন আনবে।
অনুষ্ঠানে জেলার বিভিন্ন উপজেলার যুব সংগঠনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

