কবিরহাট উপজেলা প্রতিনিধি-
নোয়াখালীর খবর-
নোয়াখালীর কবিরহাটে প্রেমিকের নানার বাড়ি থেকে কিশোরী প্রেমিকার ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য প্রেমিক আরাব বিল্লা (১৯)-কে আটক করেছে থানা পুলিশ।
শনিবার (১৮ অক্টোবর) বিকেল সাড়ে ৪টার দিকে উপজেলার চাপরাশিরহাট ইউনিয়নের নরসিংহপুর গ্রামের কবির মাস্টারের বাড়ি থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
নিহত সায়মা ইসলাম (১৭) সদর উপজেলার অশ্বদিয়া ইউনিয়নের মুহুরী বাড়ির প্রবাসী জিয়াউল হকের মেয়ে। তিনি নোয়াখালী সরকারি কলেজের অনার্সের শিক্ষার্থী ছিলেন। অপরদিকে প্রেমিক আরাব কবিরহাট উপজেলার বাটইয়া ইউনিয়নের মাদলা গ্রামের মো. সাহাব উদ্দিনের ছেলে।
স্থানীয় সূত্রে জানা গেছে, সায়মা ও আরাবের মধ্যে দীর্ঘদিন ধরে প্রেমের সম্পর্ক ছিল। সম্প্রতি পরিবার থেকে মেয়ের বিয়ের চেষ্টা শুরু করলে বিষয়টি জানাজানি হয়। এ নিয়ে পারিবারিকভাবে বিরোধ সৃষ্টি হয়। পরিবারের চাপে সায়মা মানসিকভাবে ভেঙে পড়ে এবং তিনদিন ধরে নিখোঁজ ছিল। শনিবার দুপুর সোয়া ১২টার দিকে নানার বাড়িতে বসতঘরের দরজা বন্ধ করে সিলিং ফ্যানের সঙ্গে ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করে বলে জানা গেছে।
কবিরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহীন মিয়া জানান, জিজ্ঞাসাবাদের জন্য প্রেমিককে থানায় আনা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে প্রেমিক জানিয়েছে, দুই মাস আগে তাদের সম্পর্কের ইতি ঘটে। সম্পর্ক ভেঙে যাওয়ার পর ক্ষোভে মেয়েটি আত্মহত্যা করে থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে।
ওসি আরও বলেন, “এটি একটি আত্মহত্যার ঘটনা বলে প্রাথমিকভাবে নিশ্চিত হওয়া গেছে। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। পরিবারের লিখিত অভিযোগের ভিত্তিতে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”


