নোয়াখালীর খবর-
নোয়াখালীর বেগমগঞ্জে বেপরোয়া গতির একটি পিকআপ ভ্যানের চাপায় সিএনজিচালিত অটোরিকশার এক নারী যাত্রী নিহত হয়েছেন। এ সময় অটোরিকশার চালকসহ অন্তত তিনজন আহত হয়েছেন।
মঙ্গলবার (১৪ অক্টোবর) বিকাল সোয়া ৫টার দিকে চৌমুহনী-লক্ষ্মীপুর আঞ্চলিক মহাসড়কের জগদীশপুরের চেয়ারম্যান রাস্তার মাথা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত নারীর নাম হাসিনা আক্তার (৫৫)। তিনি চাটখিল উপজেলার শোশালিয়া গ্রামের মৃত হুমায়ুন কবিরের স্ত্রী।
স্থানীয় সূত্রে জানা গেছে, বিকেলের দিকে সিএনজিচালিত অটোরিকশা করে হাসিনা আক্তার আমিন বাজার থেকে লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জের উদ্দেশে রওনা দেন। পথে জগদীশপুরের চেয়ারম্যান রাস্তার মাথা এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা নোয়াখালীগামী একটি বেপরোয়া গতির পিকআপ ভ্যান অটোরিকশাটিকে সজোরে ধাক্কা দেয়।
ধাক্কার ফলে অটোরিকশাটি দুমড়ে-মুচড়ে যায়, এতে হাসিনা আক্তারসহ আরও তিনজন গুরুতর আহত হন। স্থানীয়রা তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক হাসিনা আক্তারকে মৃত ঘোষণা করেন।
চন্দ্রগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোবারক হোসেন ভুঁইয়া জানান, ঘটনার পর পিকআপ ভ্যানটি দ্রুত পালিয়ে যায়। আইনগত প্রক্রিয়া শেষে নিহতের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

