….
রুবেল কসাই ও তার শ্যালক আবদুল্লাহ হোরনসহ ৫ জনের বিরুদ্ধে আদালতে মামলা
বিস্তারিত প্রতিবেদন:
নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলায় এক তরুণীকে (১৯) কুপ্রস্তাব দেওয়ার প্রতিবাদ করায় তার মা-বাবাকে কুপিয়ে গুরুতর আহত করার অভিযোগ উঠেছে রুবেল কসাই ও তার শ্যালক আবদুল্লাহ হোরনের বিরুদ্ধে।
ঘটনার পর আহত অবস্থায় ভুক্তভোগী দম্পতিকে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
রোববার (৫ অক্টোবর) আহত বিবি চানু বানু বাদী হয়ে নোয়াখালী সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ২নং আমলী আদালতে একটি মামলা দায়ের করেন। মামলায় আবদুল্লাহ হোরনকে প্রধান আসামি এবং তার ভগ্নিপতি রুবেল কসাইসহ মোট পাঁচজনের নামোল্লেখ করা হয়েছে।
মামলার অভিযোগে বলা হয়, অভিযুক্ত আবদুল্লাহ হোরন বেশ কিছুদিন ধরে তরুণীকে কুপ্রস্তাব দিয়ে আসছিল। বিষয়টি মেয়ের মা-বাবা প্রতিবাদ করলে অভিযুক্তরা ক্ষিপ্ত হয়ে ধারালো অস্ত্র দিয়ে তাদের ওপর হামলা চালায়, এতে তারা গুরুতর আহত হন।
স্থানীয়রা আহতদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে। ঘটনার পর থেকে আসামিরা পলাতক রয়েছে বলে জানা গেছে।
পুলিশ জানিয়েছে, ঘটনাটি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।