ঢাকাবৃহস্পতিবার , ২ অক্টোবর ২০২৫
  1. আইন বিচার
  2. আজ দেশজুড়ে
  3. আজকের সর্বশেষ
  4. আন্তর্জাতিক
  5. কৃষি সংবাদ
  6. খাদ্য ও পুষ্টি
  7. খুলনা
  8. খেলাধুলা
  9. চট্টগ্রাম
  10. চাকরি-বাকরি
  11. ছড়া
  12. জাতীয়
  13. জীবনযাপন
  14. ঢাকা
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

ফেনী-নোয়াখালী সড়কে যাত্রীবাহী বাস উল্টে নারীসহ নিহত ৩

এম রহিম
অক্টোবর ২, ২০২৫ ১২:০৯ অপরাহ্ণ
Link Copied!

এম রহিম-

ফেনী থেকে নোয়াখালীগামী যাত্রীবাহী বাসটি কয়েকটি ছোট পরিবহনকে ধাক্কা দিয়ে সড়কে উল্টে যায় বলে জানায় পুলিশ।

ফেনীর দাগনভূঞা উপজেলায় নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীবাহী একটি বাস উল্টে তিনজনের প্রাণ গেছে; এতে আহত হয়েছেন বাসযাত্রী ও পথচারীসহ অন্তত ১২ জন।

বৃহস্পতিবার বেলা ১১টার দিকে ফেনী-নোয়াখালী মহাসড়কে উপজেলার সিলোনিয়া বাজার এলাকায় এ ঘটনা ঘটে বলে জানান মহিপাল হাইওয়ে থানা পুলিশের ওসি হারুন উর রশিদ।

নিহতদের মধ্যে দুইজনের পরিচয় মিলেছে। তারা হলেন, উপজেলার দক্ষিণ জায়লস্কর গ্রামের আব্দুল মতিনের ছেলে অটোরিক্সার চালক মো. শ্রাবণ (২০) এবং একই উপজেলার খুঁশিপুর গ্রামের মো. শহীদুল্লাহর স্ত্রী শামীম আরা বেগম (৫০)। অপরজনের পরিচয় জানা যায়নি।

আহতরা হলেন- ফেনী সদর উপজেলার পাঁচগাছিয়া ইউনিয়নের দক্ষিণ মাথিয়ারা গ্রামের আবদুর রউপের মেয়ে খোদেজা (৩০), একই এলাকার জাহাঙ্গীর আলমের শিশু ছেলে মো. আব্দুল্লাহ (১৮ মাস), দাগনভূঞা উপজেলার উত্তর জায়লস্কর গ্রামের মুনাফের ছেলে সাহাব উদ্দিন (৫৫), খুঁশিপুর গ্রামের শহিদ উল্লাহ’র ছেলে নাফসি (২৬), দক্ষিণ জায়লস্কর গ্রামের সালাউদ্দিনের মেয়ে জান্নাত আক্তার বৃষ্টি (১৪), একই এলাকার ফারুকের ছেলে তামিম (১৩) এবং ওই এলাকার মেঝবাহ উদ্দিনের মেয়ে আফিয়া (১০)। বাকিদের নাম-পরিচয় জানা যায়নি।

আহতদের মধ্যে সাহাব উদ্দিনকে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, ফেনী থেকে নোয়াখালীগামী সুগন্ধা পরিবহনের একটি যাত্রীবাহী বাস সিলোনিয়া সেতুর ইউটার্ন এলাকায় সড়কের পাশে কয়েকটি ছোট পরিবহনকে ধাক্কা দিয়ে উল্টে যায়। এ সময় পেছন থেকে একটি পিকআপ বাসটিকে ধাক্কা দেয়।

এতে বাসের যাত্রী ও পথচারীসহ অন্তত ১৫ জন আহত হন। খবর পেয়ে পুলিশ, ফায়ার সার্ভিস ও স্থানীয়রা উদ্ধার অভিযান চালায়। আহতদের ফেনী জেনারেল হাসপাতালে নিলে চিকিৎসক এক নারীসহ তিনজনকে মৃত ঘোষণা করেন।

দাগনভূঞা থানার ওসি ওয়াহিদ পারভেজ বলেন, দুর্ঘটনাকবলিত বাসটি উদ্ধার করেছে হাইওয়ে পুলিশ। তিনজনের লাশ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

মহিপাল হাইওয়ে থানার ওসি হারুন উর রশিদ বলেন, দুর্ঘটনার পরপর বাস চালক পালিয়ে গেছে। তাকে ধরতে অভিযান চালাচ্ছে পুলিশ। এ ঘটনায় আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।

আমাদের সাইটে আমরা নিজস্ব সংবাদ তৈরির পাশাপাশি দেশের এবং বিশ্বের বিভিন্ন স্বনামধন্য সংবাদমাধ্যম থেকে গুরুত্বপূর্ণ খবর সংগ্রহ করে নির্ভুল সূত্রসহ প্রকাশ করে থাকি। আমরা সবসময় তথ্যের নির্ভরযোগ্যতা এবং সঠিকতা নিশ্চিত করার জন্য সর্বোচ্চ চেষ্টা করি। তবে, যদি কোনো সংবাদ নিয়ে আপত্তি বা অভিযোগ থাকে, তাহলে আমরা আপনাকে বিনীত অনুরোধ জানাচ্ছি সংশ্লিষ্ট সংবাদ মাধ্যম বা নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে সরাসরি যোগাযোগ করার জন্য। এই সাইটের সব ধরণের সংবাদ, আলোকচিত্র, অডিও এবং ভিডিও কন্টেন্ট কপিরাইট আইন দ্বারা সুরক্ষিত। বিনা অনুমতিতে এই কন্টেন্ট ব্যবহারের প্রচেষ্টা সম্পূর্ণ বেআইনি এবং আইনত শাস্তিযোগ্য। আমরা আমাদের ব্যবহারকারীদের একটি সুরক্ষিত ও তথ্যবহুল অভিজ্ঞতা প্রদানের জন্য প্রতিশ্রুতিবদ্ধ। আমাদের নিউজ সাইটের মাধ্যমে পাওয়া যেকোনো তথ্য ব্যবহারের আগে দয়া করে সেই তথ্যের উৎস যাচাই করতে ভুলবেন না। আপনাদের সমর্থন এবং সহযোগিতা আমাদের এগিয়ে যাওয়ার প্রেরণা। আমাদের সাথেই থাকুন, সর্বশেষ খবর এবং নির্ভরযোগ্য তথ্য পেতে।
%d bloggers like this: