মোহাম্মদ আলাউদ্দিন-
নোয়াখালীর খবর-
কোম্পানীগঞ্জের প্রাণকেন্দ্র বসুরহাট বাজার বর্তমানে তীব্র যানজটের কবলে পড়েছে। প্রতিদিন হাজারো মানুষ—বিশেষ করে স্কুল-কলেজের শিক্ষার্থী, কর্মজীবী মানুষ ও শ্রমজীবী জনগণকে উত্তর বাজার থেকে দক্ষিণ বাজার পর্যন্ত স্বল্প দূরত্ব অতিক্রমে আধা ঘন্টার বেশি সময় ব্যয় করতে হচ্ছে। মুমূর্ষু রোগী ও বয়স্ক মানুষের জন্য এ অব্যবস্থা রীতিমতো মৃত্যুফাঁদে পরিণত হয়েছে।
বাজারের প্রধান প্রবেশমুখে কার্যকর ট্রাফিক নিয়ন্ত্রণ না থাকায় মানুষের স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত হচ্ছে। এ পরিস্থিতি থেকে পরিত্রাণের জন্য সাধারণ জনগণ উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পৌর প্রশাসক জনাব তানভীর ফরহাদ শামীমের হস্তক্ষেপ কামনা করেছেন।
মানুষের দাবি—
বসুরহাট বাজারে ভারী যানবাহনের প্রবেশ সম্পূর্ণরূপে নিষিদ্ধ করা হোক।
প্রতিটি মোড়ে পর্যাপ্ত লোকবল ও পুলিশের মাধ্যমে ট্রাফিক নিয়ন্ত্রণ নিশ্চিত করা হোক।
মালামাল ওঠানো-নামানোর নির্দিষ্ট সময় পুনরায় চালু করা হোক।
প্রশাসক মহোদয় স্বয়ং মাঠে নেমে পরিস্থিতি তদারকি করুন।
অতীতে পৌর মেয়রের আমলে দিনের বেলা ভারী ট্রাক প্রবেশে নিষেধাজ্ঞা, নির্দিষ্ট সময়ে মালামাল ওঠানো-নামানো এবং প্রতিটি মোড়ে দায়িত্বশীল লোকবল ও পুলিশের উপস্থিতির কারণে বসুরহাট বাজার ছিল অনেকাংশে যানজটমুক্ত। বর্তমানে সেই ব্যবস্থা ভেঙে পড়ায় সাধারণ মানুষের ভোগান্তি চরমে পৌঁছেছে।
জনগণের প্রশ্ন—
❓ কেন এই অব্যবস্থাপনা চলছে?
❓ কেন মানুষের দুর্ভোগ কমাতে কার্যকর উদ্যোগ নেওয়া হচ্ছে না?
❓ কেন বাজারের প্রবেশমুখে পুলিশের সক্রিয় উপস্থিতি নেই?
সাধারণ মানুষের পক্ষ থেকে বলা হয়েছে, প্রশাসকের দৃঢ় পদক্ষেপই পারে কোম্পানীগঞ্জবাসীকে এই দুঃসহ ভোগান্তি থেকে মুক্তি দিতে। অন্যথায় দীর্ঘদিনের অর্জিত সুনাম ম্লান হয়ে যেতে পারে।
🔴 জনগণের হুঁশিয়ারি— এখনই পদক্ষেপ নিন, বসুরহাট বাজারকে যানজটমুক্ত করুন, মানুষকে স্বস্তির নিঃশ্বাস ফেলার সুযোগ দিন।
📌 কোম্পানীগঞ্জের সাধারণ মানুষের পক্ষ থেকে-
মোহাম্মদ আলাউদ্দিন।