ঢাকাবুধবার , ২৪ সেপ্টেম্বর ২০২৫
  1. আইন বিচার
  2. আজ দেশজুড়ে
  3. আজকের সর্বশেষ
  4. আন্তর্জাতিক
  5. কৃষি সংবাদ
  6. খাদ্য ও পুষ্টি
  7. খুলনা
  8. খেলাধুলা
  9. চট্টগ্রাম
  10. চাকরি-বাকরি
  11. ছড়া
  12. জাতীয়
  13. জীবনযাপন
  14. ঢাকা
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

বাধ্যতামূলক ধর্মীয় শিক্ষক নিয়োগের দাবিতে নোয়াখালীতে মানববন্ধন

এম রহিম
সেপ্টেম্বর ২৪, ২০২৫ ৫:৫৪ অপরাহ্ণ
Link Copied!

এম এ রহিম-

নোয়াখালীর খবর-

নোয়াখালীতে প্রাথমিক বিদ্যালয়ে গানের শিক্ষক নিয়োগ বাতিল ও বাধ্যতামূলক ধর্মীয় শিক্ষক নিয়োগের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে।

বুধবার (২৪ সেপ্টেম্বর) বিকেলে চৌমুহনী মোরশেদ আলম কমপ্লেক্সের সামনে সচেতন ছাত্র সমাজ নোয়াখালীর উদ্যোগে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

বিজ্ঞাপন

মানববন্ধনে সভাপতিত্ব করেন হেফাজতে ইসলাম বাংলাদেশ নোয়াখালী জেলা শাখার সহ-সভাপতি মাওলানা আব্দুল কবির এবং সঞ্চালনা করেন জসিম উদ্দিন। এতে বক্তব্য রাখেন—

বাংলাদেশ খেলাফত মজলিস নোয়াখালী জেলা উত্তরের সভাপতি শায়েখ ইউসুফ আল মাদানী,

নোয়াখালী-৩ আসনের এমপি পদপ্রার্থী মাওলানা নুরুদ্দীন আমানতপুরী,

মুহাম্মাদ আরাফাত বিন জাহাঙ্গীর,
মাহবুব আলমসহ আরও অনেকে।

বক্তারা বলেন, “শিশুদের নৈতিক ও ধর্মীয় ভিত্তি গঠনের জন্য প্রাথমিক পর্যায়ে ধর্মীয় শিক্ষকের উপস্থিতি অপরিহার্য। শুধুমাত্র সাংস্কৃতিক শিক্ষার উপর গুরুত্ব দিয়ে ধর্মীয় শিক্ষাকে উপেক্ষা করা হলে ভবিষ্যৎ প্রজন্মের নৈতিক মূল্যবোধ দুর্বল হয়ে পড়বে।”

তারা সাম্প্রতিক প্রজ্ঞাপন নিয়ে উদ্বেগ প্রকাশ করে বলেন, অন্তর্বর্তীকালীন সরকারের গানের শিক্ষক নিয়োগের সিদ্ধান্ত জনগণের সেন্টিমেন্টের পরিপন্থী এবং পতিত স্বৈরাচারী আচরণের বহিঃপ্রকাশ। এ সিদ্ধান্ত বাস্তবায়িত হলে ভবিষ্যৎ প্রজন্ম ধর্মীয় শূন্যতায় ভুগবে বলেও আশঙ্কা প্রকাশ করেন।

বিজ্ঞাপন

মানববন্ধনে আরও উপস্থিত ছিলেন—
চরমটুয়া মাদরাসার শাইখুল হাদীস আল্লামা আবুল কাসেম আমিনী, বিশিষ্ট লেখক মাওলানা মমিনুল হক চৌধুরী, নোয়াখালী-৩ (বেগমগঞ্জ) আসনের এমপি পদপ্রার্থী মাওলানা মোরশেদ আলম, জাতীয়তাবাদী ছাত্রদল নরোত্তমপুর ইউনিয়নের সভাপতি আবির মাহমুদ, ধন্যপুর মাদরাসার মুহাদ্দিস মুফতী গিয়াস উদ্দিন, মাওলানা আবদুল্লাহ আল মারুফ, মাওলানা রহমতুল্লাহ আমিনী, মাওলানা সাইফুল ইসলাম ধর্মপুরী, মাওলানা বোরহান উদ্দিন হাক্কী, হাফেজ নুরুল আলম, মাওলানা ফয়জুল্লাহ আখতারী, বাংলাদেশ ইসলামী ছাত্রসমাজ নোয়াখালীর সভাপতি আহমদ আইমানসহ আরও অনেকে।

আমাদের সাইটে আমরা নিজস্ব সংবাদ তৈরির পাশাপাশি দেশের এবং বিশ্বের বিভিন্ন স্বনামধন্য সংবাদমাধ্যম থেকে গুরুত্বপূর্ণ খবর সংগ্রহ করে নির্ভুল সূত্রসহ প্রকাশ করে থাকি। আমরা সবসময় তথ্যের নির্ভরযোগ্যতা এবং সঠিকতা নিশ্চিত করার জন্য সর্বোচ্চ চেষ্টা করি। তবে, যদি কোনো সংবাদ নিয়ে আপত্তি বা অভিযোগ থাকে, তাহলে আমরা আপনাকে বিনীত অনুরোধ জানাচ্ছি সংশ্লিষ্ট সংবাদ মাধ্যম বা নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে সরাসরি যোগাযোগ করার জন্য। এই সাইটের সব ধরণের সংবাদ, আলোকচিত্র, অডিও এবং ভিডিও কন্টেন্ট কপিরাইট আইন দ্বারা সুরক্ষিত। বিনা অনুমতিতে এই কন্টেন্ট ব্যবহারের প্রচেষ্টা সম্পূর্ণ বেআইনি এবং আইনত শাস্তিযোগ্য। আমরা আমাদের ব্যবহারকারীদের একটি সুরক্ষিত ও তথ্যবহুল অভিজ্ঞতা প্রদানের জন্য প্রতিশ্রুতিবদ্ধ। আমাদের নিউজ সাইটের মাধ্যমে পাওয়া যেকোনো তথ্য ব্যবহারের আগে দয়া করে সেই তথ্যের উৎস যাচাই করতে ভুলবেন না। আপনাদের সমর্থন এবং সহযোগিতা আমাদের এগিয়ে যাওয়ার প্রেরণা। আমাদের সাথেই থাকুন, সর্বশেষ খবর এবং নির্ভরযোগ্য তথ্য পেতে।
%d bloggers like this: