নারীর ক্ষমতায়ন ও আর্থিক অন্তর্ভুক্তি বাড়াতে সিটি ব্যাংক গ্রামীণ পর্যায়ে ধারাবাহিকভাবে নানা কার্যক্রম পরিচালনা করছে। এরই অংশ হিসেবে নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার বসুরহাট পৌরসভায় আজ সিটি এজেন্ট ব্যাংকিং ও সিটি আলো (নারী ব্যাংকিং) যৌথভাবে নারী উদ্যোক্তা ও ব্যাংকিং সাক্ষরতা অনুষ্ঠানের আয়োজন করে। এলাকাব্যাপী আয়োজিত এ অনুষ্ঠানে দুই শতাধিক নারী অংশগ্রহণ করেন এবং ব্যাপক সাড়া ফেলেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিটি ব্যাংকের হেড অব প্রায়োরিটি ও সিটি আলো প্রধান ফাহরিয়া হক, হেড অব এজেন্ট ব্যাংকিং মো: মহিবুর রহমান, চট্টগ্রাম রিজিয়নের এজেন্ট ব্যাংকিং হেড নাজমুল হক, এজেন্ট ব্যাংকিং ও সিটি আলো ডিভিশনের কর্মকর্তাবৃন্দ এবং স্থানীয় নারী উদ্যোক্তারা।
বক্তব্যে ফাহরিয়া হক বলেন, “নারীর উন্নয়নে সিটি ব্যাংক শুধু শহরেই নয়, বরং প্রত্যন্ত এলাকাতেও কাজ করে যাচ্ছে। নারী উদ্যোক্তা তৈরিতে আমরা প্রশিক্ষণ, বিনামূল্যে সার্টিফিকেট কোর্স এবং স্বাস্থ্যসেবা কার্যক্রম পরিচালনা করছি। ভবিষ্যতে এ কার্যক্রম আরও বিস্তৃত হবে।”
এজেন্ট ব্যাংকিং হেড মো: মহিবুর রহমান বলেন, “এজেন্ট ব্যাংকিং শুধু গ্রামীণ জনগোষ্ঠীকেই নয়, বিশেষভাবে নারীদের ব্যাংক অ্যাকাউন্ট খোলার মাধ্যমে আর্থিক অন্তর্ভুক্তিতে বড় ভূমিকা রাখছে। নারীর উন্নয়ন মানেই পরিবারের উন্নয়ন, আর পরিবারের উন্নয়নই দেশের উন্নয়নে রূপ নেয়।”
অনুষ্ঠানে অংশগ্রহণকারী নারী গ্রাহকদের ব্যাংক অ্যাকাউন্ট খোলার পাশাপাশি বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষার ব্যবস্থাও রাখা হয়। স্থানীয় নারীরা এ আয়োজনকে স্বাগত জানিয়ে সিটি ব্যাংকের অগ্রযাত্রায় পাশে থাকার অঙ্গীকার করেন।
এ আয়োজন সফল করতে সিটি ব্যাংক বসুরহাট এজেন্ট জনাব আজিজ মুখ্য ভূমিকা পালন করেন। তিনি উপস্থিত সবাইকে ধন্যবাদ জানিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করেন।