ঢাকামঙ্গলবার , ২৩ সেপ্টেম্বর ২০২৫
  1. আইন বিচার
  2. আজ দেশজুড়ে
  3. আজকের সর্বশেষ
  4. আন্তর্জাতিক
  5. কৃষি সংবাদ
  6. খাদ্য ও পুষ্টি
  7. খুলনা
  8. খেলাধুলা
  9. চট্টগ্রাম
  10. চাকরি-বাকরি
  11. ছড়া
  12. জাতীয়
  13. জীবনযাপন
  14. ঢাকা
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

নোয়াখালী পানি উন্নয়ন বোর্ডের সম্পত্তি দখলের অভিযোগ সেটেলমেন্ট কর্মকর্তার বিরুদ্ধে

আরমান হোসেন
সেপ্টেম্বর ২৩, ২০২৫ ৯:১৬ পূর্বাহ্ণ
Link Copied!

আরমান হোসেন-

নোয়াখালীর খবর-

নোয়াখালী পানি উন্নয়ন বোর্ডের রেকর্ডভুক্ত সম্পত্তি জালিয়াতির মাধ্যমে আত্মসাৎ ও দখল দেয়ার অভিযোগে জোনাল সেটেলমেন্ট অফিসের তিন কর্মকর্তাসহ চারজনের বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন (দুদক) মামলা দায়ের করেছে।

সোমবার (২২ সেপ্টেম্বর) দুপুরে নোয়াখালী স্পেশাল সিনিয়র জজ আদালতে মামলাটি দায়ের করেন দুদকের সমন্বিত জেলা কার্যালয়ের সহকারী পরিচালক আবদুল্লাহ আল নোমান। বিষয়টি নিশ্চিত করেছেন দুদকের কোর্ট পরিদর্শক মো. ইদ্রিস।

মামলার আসামিরা হলেন—

পৌরসভার বাসিন্দা মো. বাহার উদ্দিন (৬১)

নোয়াখালী জোনাল সেটেলমেন্ট অফিসের রেকর্ড কিপার মো. হুমায়ন কবীর গাজী (৫৭)

ডি/ম্যান মো. খায়রুল আলম ভূঞা (৫৬)

কপিষ্ট সুভাস কান্তি চাকমা (৫৫)

অভিযোগের বিবরণ-
দুদকের এজাহারে উল্লেখ করা হয়, আসামিরা যোগসাজশে পানি উন্নয়ন বোর্ডের নামে রেকর্ডকৃত সম্পত্তি জাল খতিয়ান তৈরি করে আত্মসাৎ করেন। পরে জাল খতিয়ানগুলোকে আসল হিসেবে প্রতিস্থাপন করে সরকারি সংরক্ষণাগারে (জেলা প্রশাসক কার্যালয়, জজ কোর্ট এবং এসি ল্যান্ড অফিস) অন্তর্ভুক্ত করা হয়।

অভিযোগ সূত্রে জানা গেছে, নোয়াখালী সদর উপজেলার আইউবপুর মৌজার ৪ নম্বর ডিপি খতিয়ানভুক্ত ১.৬০ একর জমি (দাগ নম্বর ২২২১, ২২২৫, ২২২৮, ২২২৯, ২২৪৬ এবং ২২৫২) পানি উন্নয়ন বোর্ডের মালিকানাধীন ছিল। কিন্তু আসামিরা যোগসাজশে ওই জমি বাহার উদ্দিনের নামে ১১২ নম্বর খতিয়ানে অন্তর্ভুক্ত করে চূড়ান্তভাবে প্রকাশ করেন।

আইনগত ব্যবস্থা-
এ ঘটনায় আসামিদের বিরুদ্ধে দণ্ডবিধির ৪২০, ৪৬৭, ৪৬৮, ৪৭১ ও ১০৯ ধারাসহ দুর্নীতি প্রতিরোধ আইন, ১৯৪৭-এর ৫(২) ধারায় মামলা রুজু করা হয়েছে। এসব অপরাধ শাস্তিযোগ্য।

আমাদের সাইটে আমরা নিজস্ব সংবাদ তৈরির পাশাপাশি দেশের এবং বিশ্বের বিভিন্ন স্বনামধন্য সংবাদমাধ্যম থেকে গুরুত্বপূর্ণ খবর সংগ্রহ করে নির্ভুল সূত্রসহ প্রকাশ করে থাকি। আমরা সবসময় তথ্যের নির্ভরযোগ্যতা এবং সঠিকতা নিশ্চিত করার জন্য সর্বোচ্চ চেষ্টা করি। তবে, যদি কোনো সংবাদ নিয়ে আপত্তি বা অভিযোগ থাকে, তাহলে আমরা আপনাকে বিনীত অনুরোধ জানাচ্ছি সংশ্লিষ্ট সংবাদ মাধ্যম বা নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে সরাসরি যোগাযোগ করার জন্য। এই সাইটের সব ধরণের সংবাদ, আলোকচিত্র, অডিও এবং ভিডিও কন্টেন্ট কপিরাইট আইন দ্বারা সুরক্ষিত। বিনা অনুমতিতে এই কন্টেন্ট ব্যবহারের প্রচেষ্টা সম্পূর্ণ বেআইনি এবং আইনত শাস্তিযোগ্য। আমরা আমাদের ব্যবহারকারীদের একটি সুরক্ষিত ও তথ্যবহুল অভিজ্ঞতা প্রদানের জন্য প্রতিশ্রুতিবদ্ধ। আমাদের নিউজ সাইটের মাধ্যমে পাওয়া যেকোনো তথ্য ব্যবহারের আগে দয়া করে সেই তথ্যের উৎস যাচাই করতে ভুলবেন না। আপনাদের সমর্থন এবং সহযোগিতা আমাদের এগিয়ে যাওয়ার প্রেরণা। আমাদের সাথেই থাকুন, সর্বশেষ খবর এবং নির্ভরযোগ্য তথ্য পেতে।
%d bloggers like this: