নিজস্ব প্রতিবেদক
নোয়াখালী
নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলায় আবারও ভয়াবহ ডাকাতির ঘটনা ঘটেছে। উপজেলার চরকাঁকড়া ইউনিয়নের ৯নং ওয়ার্ডে বুধবার (১৮ সেপ্টেম্বর) গভীর রাতে সংঘবদ্ধ মুখোশধারী ডাকাতদল নুরুল হুদা মাস্টারের বাড়িতে হামলা চালায়।
লুটপাট ও ভাঙচুর-
স্থানীয় সূত্রে জানা যায়, প্রায় ১০–১৫ জনের একটি সশস্ত্র ডাকাতদল রাতের আঁধারে বাড়িতে প্রবেশ করে ঘরের আসবাবপত্র তছনছ করে। এসময় তারা সাড়ে ৪ ভরি স্বর্ণালংকারসহ নগদ অর্থ ও মালামাল লুট করে নিয়ে যায়। ডাকাতিতে ক্ষতির পরিমাণ ৬ লাখ টাকারও বেশি বলে প্রাথমিকভাবে জানা গেছে।
এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে-
হামলার সময় পরিবারের সদস্যরা চরম আতঙ্কের মধ্যে পড়েন। ডাকাতদল পুরো বাড়ি তছনছ করে যায়, এতে এলাকায় ভীতিকর পরিস্থিতি সৃষ্টি হয়েছে।
আগের ঘটনাও এখনও তাজা
এর আগে সম্প্রতি বসুরহাট পৌরসভার হাসপাতাল গেইট সংলগ্ন আছমা মঞ্জিলের দুটি বাসায় একই কায়দায় আসবাবপত্র ভাঙচুর করে স্বর্ণালংকার, নগদ অর্থ ও প্রয়োজনীয় জিনিসপত্র লুট করার অভিযোগ ওঠে।
স্থানীয়দের ক্ষোভ-
অবিরাম ডাকাতির ঘটনায় সাধারণ মানুষ আতঙ্কিত হয়ে পড়েছে। স্থানীয়রা অভিযোগ করেছেন, আইনশৃঙ্খলা পরিস্থিতি দিন দিন অবনতির দিকে যাচ্ছে। তারা দ্রুত এসব ডাকাত দলের বিরুদ্ধে অভিযান চালিয়ে দমন করতে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন।