হিমেল আহাম্মেদ ●
নোয়াখালীর খবর-
নোয়াখালী জেলা ছাত্রদলের সদ্য বিলুপ্ত কমিটি গঠনের এক বছর পেরিয়ে গেলেও এখনো নতুন নেতৃত্ব ঘোষণা হয়নি। এতে সংগঠন কার্যত নেতৃত্বশূন্য হয়ে পড়েছে। তবে দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে খুব শীঘ্রই জেলা ছাত্রদলের নতুন কমিটি ঘোষণার আভাস দিয়েছেন কেন্দ্রীয় ছাত্রদলের সাধারণ সম্পাদক নাছির উদ্দিন নাছির।
তিনি বলেন, “নোয়াখালী জেলা ছাত্রদলের কমিটি খুব সহসাই ঘোষণা হবে। সবকিছু চূড়ান্ত পর্যায়ে রয়েছে। আশা করছি কিছুদিনের মধ্যেই নেতাকর্মীদের অপেক্ষার অবসান হবে। যোগ্য ও ত্যাগীরা নেতৃত্বে আসবেন।”
নেতৃত্বের লড়াইয়ে শীর্ষ চার প্রতিদ্বন্দ্বী
সভাপতি পদে লড়ছেন সংগঠনের দুর্দিনে রাজপথের পরীক্ষিত চার নেতৃবৃন্দ—
আনোয়ার হোসেন রকি, সাবেক সহ-সভাপতি
ওয়াসিম, বর্তমান শহর ছাত্রদলের আহবায়ক
এন বি এস রাসেল, সাবেক সহ-সভাপতি ও বিশ্ববিদ্যালয় কলেজ ছাত্রদলের সাবেক সভাপতি
শাহেদ আহম্মেদ চৌধুরী, বর্তমান সদর উপজেলা ছাত্রদল সভাপতি
প্রত্যেকেই দাবি করছেন, আন্দোলন-সংগ্রামে তাদের দীর্ঘ ত্যাগ ও নেতৃত্বের অভিজ্ঞতাই তাদেরকে সভাপতি পদে যোগ্য করে তুলেছে।
সাধারণ সম্পাদক পদেও সমান প্রতিদ্বন্দ্বিতা
সাধারণ সম্পাদক পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন—
জিয়াউর রহমান রাহান (সদর উপজেলা ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহবায়ক)
আশরাফুল করিম পাভেল (শহর ছাত্রদলের যুগ্ম আহবায়ক)
তারেক নূর (শহর ছাত্রদলের যুগ্ম আহবায়ক)
ইয়াসিন আরাফাত শুভ (সাবেক যুগ্ম সম্পাদক, জেলা ছাত্রদল)
বিজ্ঞাপন
এদিকে সাংগঠনিক সম্পাদক পদে একক প্রার্থী হিসেবে জোরালো অবস্থানে রয়েছেন সাইফুল ইসলাম উজ্জ্বল, যিনি শহর ও জেলা ছাত্রদলের বিভিন্ন পদে দায়িত্ব পালন করেছেন।
সাবেক সভাপতিদের অভিমত
সদ্য বিদায়ী সভাপতি আজগর উদ্দিন দুখু বলেন, “অকারণে জেলা কমিটি বিলুপ্ত করা হয়েছে। এখনো নতুনভাবে কমিটি গঠন হয়নি, এতে সাংগঠনিক শূন্যতা তৈরি হয়েছে। দ্রুত নতুন কমিটি ঘোষণা জরুরি।”
অন্যদিকে সাবেক সভাপতি নুরুল আমিন খান মনে করেন, নেতৃত্ব নির্বাচনে শিক্ষাগত যোগ্যতার প্রতি গুরুত্ব দেওয়া উচিত। তিনি বলেন, “উচ্চ শিক্ষাকে প্রাধান্য না দিলে ছাত্রদল মেধাশূন্য নেতৃত্ব দিয়ে আগামীর জ্ঞানভিত্তিক রাজনীতিতে পিছিয়ে পড়বে।”
ঐতিহাসিক ভূমিকার জেলা, নেতৃত্বে প্রতীক্ষা
একাত্তরের মুক্তিযুদ্ধ থেকে শুরু করে ৯০-এর স্বৈরাচার বিরোধী আন্দোলন কিংবা সাম্প্রতিক ২৪ সালের গণঅভ্যুত্থান—সবকিছুতেই নোয়াখালীর অবদান অনস্বীকার্য। সেই জেলার বৃহৎ ছাত্র সংগঠন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল বর্তমানে নেতৃত্বহীন।
ছাত্রদলের নেতাকর্মীরা তাই প্রতীক্ষায় আছেন—কে আসবেন সভাপতি, কে হবেন সাধারণ সম্পাদক? সময়ের সেরা চার প্রতিদ্বন্দ্বীর মধ্যে কে শেষ পর্যন্ত নেতৃত্বে আসীন হবেন, সেটিই এখন নোয়াখালীর রাজনীতির জটিল সমিকরন।