সুবর্ণচর প্রতিনিধি-
নোয়াখালীর খবর-
নোয়াখালীর সুবর্ণচরে ইসলামি আন্দোলন বাংলাদেশের উদ্যোগে এক গণসমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১ সেপ্টেম্বর) বিকেলে চরজব্বর ডিগ্রি কলেজ মাঠে এ সমাবেশের আয়োজন করা হয়।
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নোয়াখালী-০৪ (সদর-সুবর্ণচর) আসনে দলীয় প্রার্থী মাওলানা ফিরোজ আলম প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন।
তিনি বলেন, “৫ আগস্টের পর বাস, সিএনজি, অটোরিকশা, মাইক্রো স্ট্যান্ডসহ বিভিন্ন বাজারে দখল একই আছে, শুধু চাঁদাবাজদের চেহারা পরিবর্তন হয়েছে। এদের দমাতে জনগণকে সঙ্গে নিয়ে দূর্গ গড়ে তুলতে হবে। চাঁদাবাজমুক্ত নোয়াখালী গড়তে হবে।”
এ সময় তিনি সৎ ও যোগ্য ব্যক্তিদের জনপ্রতিনিধি নির্বাচিত করার আহ্বান জানান এবং আগামী নির্বাচনে হাতপাখা প্রতীকে ভোট দেয়ার অনুরোধ করেন।
বিজ্ঞাপন
মাওলানা ফিরোজ আলম অভিযোগ করে বলেন, “স্বাধীনতার পর থেকে নোয়াখালী জেলা সবক্ষেত্রে সুযোগ-সুবিধাবঞ্চিত এলাকায় পরিণত হয়েছে। এখানকার সাবেক নেতারা সিটি করপোরেশন, বিভাগ ও সুবর্ণচর পৌরসভা হতে দেয়নি। নিজেদের আখের গুছিয়ে তারা পালিয়ে গেছে।”
বিজ্ঞাপন
শাখা সভাপতি মাও. খালেদ সাইফুল্লাহর সভাপতিত্বে অনুষ্ঠিত গণসমাবেশে আরও বক্তব্য রাখেন মুহা. আবদুল মুকিত, মাও. শহীদুল ইসলাম, মাও. মুদ্দাচ্ছির হোসাইন, মুহা. ইকবাল হোসাইন প্রমুখ।
সমাবেশকে ঘিরে সুবর্ণচর এলাকায় উৎসবমুখর পরিবেশ বিরাজ করে। মাইজদী থেকে সুবর্ণচর যাওয়ার পথে ফিরোজ আলমের গাড়ি বহরে শতাধিক গাড়ি যুক্ত হয়। স্থানীয়রা ফুল ও উচ্ছ্বাসের মাধ্যমে তাকে বরণ করে নেন।