কোম্পানীগঞ্জে পরকীয়া সম্পর্কে জড়িত যুবক-যুবতী আটক, পুলিশের হাতে সোপর্দ
নোয়াখালী প্রতিনিধি
নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলায় পরকীয়া সম্পর্কের অভিযোগে এক যুবক-যুবতীকে হাতেনাতে আটক করেছে স্থানীয়রা। মঙ্গলবার (২৬ আগস্ট) সন্ধ্যার পর উপজেলার সিরাজপুর ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডে এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, নোয়াজির নাতির বাড়ির মৃত সোবহান মিয়ার মেয়ে বিবি খাতুন (২৫)-এর সঙ্গে এক যুবকের ঘনিষ্ঠ সম্পর্কের বিষয়ে এলাকাবাসীর দীর্ঘদিন ধরে সন্দেহ ছিল। এদিন সন্ধ্যার পর তারা গোপনে এক প্রতিবেশীর ঘরে প্রবেশ করলে স্থানীয়রা তাদের আটক করে।
প্রথমে অস্বীকার করলেও পরে স্থানীয়দের জিজ্ঞাসাবাদে তারা স্বীকার করেন যে, একাধিকবার তাদের মধ্যে শারীরিক সম্পর্ক হয়েছে। ঘটনাস্থলে উপস্থিত সমাজের মুরব্বিরা প্রথমে বিয়ের চেষ্টা করেন। তবে উভয় পরিবারের অসম্মতির কারণে শেষ পর্যন্ত গ্রামবাসী তাদের পুলিশে সোপর্দ করেন।
আটক যুবকের বাড়ি ফেনীর দাগনভূঁঞা উপজেলার ইসলামপুর এলাকায়। তিনি পেশায় সিএনজি চালক, বিবাহিত এবং তার চার বছরের একটি সন্তান রয়েছে। অন্যদিকে, আটক নারী তালাকপ্রাপ্ত এবং দীর্ঘদিন প্রবাসে ছিলেন বলে জানা যায়। স্থানীয়ভাবে তার চারিত্রিক সুনাম নিয়ে প্রশ্ন তোলা হয়েছে।
ঘটনার বিষয়ে কোম্পানীগঞ্জ থানার এসআই আনোয়ার জানান, “বর্তমানে তারা থানা হেফাজতে আছেন। গ্রামবাসীর লিখিত অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।”