সাবেক চেয়ারম্যানের ফেসবুক স্ট্যাটাসে আবেদন: “কবিরহাটের সাবেক উপজেলা চেয়ারম্যানের বিরুদ্ধে মামলা কেন দেওয়া হচ্ছে না?”
নোয়াখালীর কবিরহাট উপজেলার বাটইয়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান জসিম উদ্দিন শাহীন গতকাল (২৪ আগস্ট ২০২৫) তার ব্যক্তিগত ফেসবুক প্রোফাইলে একটি আবেগঘন স্ট্যাটাস দিয়েছেন। সেখানে তিনি সাবেক উপজেলা চেয়ারম্যান ও সাবেক এমপি একরামুল করিম চৌধুরীর সহধর্মিণীর শিউলী একরাম এর কর্মকাণ্ড নিয়ে প্রশ্ন তোলার পাশাপাশি জামায়াত-বিএনপির উদ্দেশে আবেদন জানিয়েছেন।
স্ট্যাটাসে জসিম উদ্দিন শাহীন লিখেছেন—
“আসসালামুআলাইকুম,
কবিরহাট উপজেলা পরিষদ নির্বাচনে গত ৩ বার নগদ চৌধুরী প্রতিক নিয়ে নির্বাচিত সাবেক মাননীয় এমপি মহোদয় জননেতা একরামুল করিম চৌধুরীর তিন বারের সফল সহধর্মিণী মহোদয়,
… (সংক্ষেপিত) …
প্রিয় বিএনপি জামাতের ভাইয়েরা… আপনাদের নিকট আমাদের ব্যাকুল আবেদন দয়া করে সুসময়ে মাইক ফাটিয়ে বলার জন্য হলেও এক দুটি মামলা ভিক্ষা দিন।”
সাবেক উপজেলা চেয়ারম্যান শিউলী একরাম
স্ট্যাটাসে তিনি অভিযোগ করেন, সাবেক চেয়ারম্যান ও তার সহধর্মিণী
শিউলী একরাম আওয়ামী লীগের দীর্ঘ সময়ের ক্ষমতার সুবিধা ভোগ করলেও দুঃসময়ে দলীয় নেতা-কর্মীদের পাশে দাঁড়াননি। একই সঙ্গে তিনি বিস্ময় প্রকাশ করেন কেন তার বিরুদ্ধে এখনও মামলা হয়নি।