নোয়াখালীতে খামারের পাশ থেকে যুবকের মরদেহ উদ্ধার.
নোয়াখালীর সেনবাগে জাহিদ হোসেন (১৮) নামের এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (১৩ আগস্ট) দুপুরে উপজেলার নবীপুর ইউনিয়নের গোবিন্দপুর পূর্ব পাড়া এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।নিহত জাহিদ নবীপুর ইউনিয়নের বিষ্ণপুর গ্রামের পশ্চিম পাড়ার ওজি উল্যার ছেলে। সে পেশায় একজন অটোরিকশা চালক ছিলেন।
বিজ্ঞাপন
নিহতের পরিবার সূত্রে জানা গেছে, অটোরিকশা চালানো শেষে প্রতিদিনের মতো মঙ্গলবার রাত ৯টার দিকে অটোরিকশাটি বাড়িতে রেখে যায় জাহিদ। রাতে আর বাড়িতে ফিরে আসেনি সে। সম্ভাব্য সকল স্থানে খোজখুঁজি করে তার কোনো সন্ধান পায়নি তারা।
এদিকে, সকালে বাড়ির পাশের একটি মুরগির খামারের কাছে জাহিদের মরদেহ পড়ে থাকতে দেখেন স্থানীয়রা। পরে বিষয়টি পুলিশকে অবগত করলে পুলিশ এসে নিহতের মরদেহ উদ্ধার করে। নিহতের মরদেহের সঙ্গে একটি বিদ্যুতের তার পড়ে ছিল বলে জানায় স্থানীয়রা।
সেনবাগ থানার উপ পরিদর্শক (এসআই) নোমান বিষয়টি নিশ্চিত করে জানান, নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে। ময়নাতদন্ত শেষে তার মৃত্যুর কারণ ও পরবর্তীতে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।