বৃষ্টি উপেক্ষা করে কোম্পানীগঞ্জে জামায়াতের গণমিছিল, স্বাধীনতা রক্ষার অঙ্গীকার
স্টাফ রিপোর্টার, নোয়াখালী:
ঐতিহাসিক গণঅভ্যুত্থানের বর্ষপূর্তিকে ঘিরে মঙ্গলবার (৫ আগস্ট) বিকালে ৫টায় নোয়াখালীর কোম্পানীগঞ্জে বাংলাদেশ জামায়াতে ইসলামী কোম্পানীগঞ্জ উপজেলা শাখার উদ্যোগে এক গণমিছিল অনুষ্ঠিত হয়েছে।
বৃষ্টি উপেক্ষা করে আয়োজিত এই মিছিলে নেতৃত্ব দেন কোম্পানীগঞ্জ উপজেলা জামায়াতের আমীর বেলায়েত হোসেন এবং বসুরহাট পৌরসভা জামায়াতের আমীর মোশারফ হোসেন। মিছিলটি কোম্পানীগঞ্জ উপজেলা জামে মসজিদের সামনে থেকে শুরু হয়ে বসুরহাট বাজারের রূপালী চত্বর হয়ে আরডি শপিংমল সংলগ্ন এলাকায় গিয়ে শেষ হয়।
মিছিলে অংশগ্রহণকারীরা বিভিন্ন স্লোগান দেন, এর মধ্যে উল্লেখযোগ্য ছিল—
“নারায়ে তাকবির, আল্লাহু আকবর”, “রশি লাগলে রশি নে, খুনি হাসিনার ফাঁসি দে”, “পেশিবাদের ঠিকানা এই বাংলায় হবে না”।
মিছিল শেষে এক সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন বসুরহাট পৌরসভা জামায়াতের আমীর মোশারফ হোসেন, কোম্পানীগঞ্জ উপজেলা জামায়াতের আমীর বেলায়েত হোসেনসহ অন্যান্য দায়িত্বশীল নেতৃবৃন্দ।
বক্তারা বলেন, “ছাত্র সমাজসহ দেশের সর্বস্তরের জনগণের রক্ত ও ত্যাগের মাধ্যমে অর্জিত হয়েছে আমাদের জুলাই স্বাধীনতা। এই স্বাধীনতা রক্ষা করা প্রতিটি ঈমানদারেরর ঈমানী দায়িত্ব।”
তারা আরও বলেন, দেশে বর্তমানে কিছু মহল চাঁদা বাজ সহ নানা রকম অপরাদ করে জুলাই স্বাধীনতার মৌলিক অধিকার হরণ করছে, তাই দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষা সহ চাঁদাবাজের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে।