নোয়াখালীতে ছাত্রলীগের ঝটিকা মিছিল, আটক ৪
নোয়াখালী প্রতিনিধি:
নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার চৌমুহনী এলাকায় নিষিদ্ধ ঘোষিত ছাত্র সংগঠন বাংলাদেশ ছাত্রলীগের ঝটিকা মিছিল থেকে চারজনকে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার (৩১ জুলাই) বিকেল পৌনে ৪টার দিকে চৌমুহনীর রেললাইন সড়ক থেকে এই মিছিল শুরু হয়।
প্রত্যক্ষদর্শীরা জানান, মিছিলে ২৫ থেকে ৩০ জন কিশোর–তরুণ অংশ নেয়। তারা কয়েকটি ফেস্টুন ও ছাত্রলীগের ব্যানার হাতে “শেখ হাসিনা ফিরবে” এবং “অন্তর্বর্তী সরকার মানি না” ইত্যাদি স্লোগান দিতে দিতে হাসান সড়ক হয়ে বাজার এলাকায় অবস্থান নেয়।
এ সময় মিছিলের ভিডিও সাবেক ছাত্রলীগ নেতা নাজমুল শিহাব নিজের ফেসবুক অ্যাকাউন্টে শেয়ার করেন।
বেগমগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেওয়ান লিটন বলেন, “চৌমুহনীতে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের ঝটিকা মিছিলের খবর পেয়ে তাৎক্ষণিক অভিযান চালানো হয়। এ সময় চারজনকে আটক করা হয়েছে। এ ঘটনায় জড়িত অন্যান্যদের চিহ্নিত করে গ্রেপ্তারের চেষ্টা চলছে।”
এ বিষয়ে এলাকায় জনমনে চাঞ্চল্য তৈরি হয়েছে। পুলিশ বলছে, পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে।