ঢাকাবৃহস্পতিবার , ৩১ জুলাই ২০২৫
  1. আইন বিচার
  2. আজ দেশজুড়ে
  3. আজকের সর্বশেষ
  4. আন্তর্জাতিক
  5. কৃষি সংবাদ
  6. খাদ্য ও পুষ্টি
  7. খুলনা
  8. খেলাধুলা
  9. চট্টগ্রাম
  10. চাকরি-বাকরি
  11. ছড়া
  12. জাতীয়
  13. জীবনযাপন
  14. ঢাকা
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

সেনবাগে চোরাই স্বর্ণসহ নকল স্বর্ণ প্রতারক চক্রের দুই সদস্য গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক
জুলাই ৩১, ২০২৫ ৮:২৬ পূর্বাহ্ণ
Link Copied!

নোয়াখালীর সেনবাগে অভিযান চালিয়ে চোরাইকৃত স্বর্ণালঙ্কারসহ নকল স্বর্ণ প্রতারক চক্রের দুই সদস্যকে গ্রেফতার করেছে সেনবাগ থানা পুলিশ। অভিযানে তাদের কাছ থেকে প্রায় আধা ভরি ওজনের স্বর্ণালঙ্কার উদ্ধার করা হয়েছে।

নোয়াখালী জেলা পুলিশ সুপার মোঃ আব্দুল্লাহ-আল-ফারুকের দিকনির্দেশনায়, সেনবাগ থানার অফিসার ইনচার্জ এস এম মিজানুর রহমানের তত্ত্বাবধানে এএসআই (নিরস্ত্র) মোঃ জুয়েল রানা এবং তার সঙ্গীয় ফোর্স মঙ্গলবার (৩০ জুলাই) দুপুর ২টা ৪০ মিনিটে সেবারহাট বাজার এলাকায় অভিযান পরিচালনা করেন।

অভিযানে গ্রেফতারকৃতরা হলো— ১. মোঃ সাইফুল ইসলাম (৩২), পিতা-ইমান আলী, গ্রাম-ইয়ারপুর, সেনবাগ। ২. মোঃ মিলন হোসেন (৩২), পিতা-কিছমত আলী, গ্রাম-দুর্গাপুর, বেগমগঞ্জ।

তাদেরকে মেসার্স আলাউদ্দিন ফিলিং স্টেশনের সামনে সন্দেহভাজন হিসেবে আটক করে তল্লাশি চালানো হয়। এসময় তাদের হেফাজত থেকে ৮ আনা ৪ রত্তি ৯ পয়েন্ট ওজনের স্বর্ণালঙ্কার উদ্ধার করা হয়, যার বাজারমূল্য প্রায় ৭৪,৯৯৩ টাকা।

পুলিশ জানায়, আটক ব্যক্তিরা নকল স্বর্ণ দেখিয়ে প্রতারণার মাধ্যমে সহজ-সরল নারীদের আসল স্বর্ণ চুরি করে থাকে। তারা দীর্ঘদিন ধরে এ ধরনের কর্মকাণ্ডে জড়িত এবং তাদের বিরুদ্ধে বিভিন্ন থানায় একাধিক প্রতারণার মামলা রয়েছে।

এছাড়া, সাইফুল ইসলাম দাগনভূঁইয়া থানার একটি মামলায় দুই মাসের সাজাপ্রাপ্ত পলাতক আসামি এবং মিলন হোসেন বেগমগঞ্জ থানার ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি।

এ ঘটনায় এএসআই জুয়েল রানা বাদী হয়ে সেনবাগ থানায় একটি মামলা দায়ের করেছেন। গ্রেফতারকৃতদের আদালতে সোপর্দের প্রক্রিয়া চলছে।

–POLICE MEDIA CELL, NOAKHALI

আমাদের সাইটে আমরা নিজস্ব সংবাদ তৈরির পাশাপাশি দেশের এবং বিশ্বের বিভিন্ন স্বনামধন্য সংবাদমাধ্যম থেকে গুরুত্বপূর্ণ খবর সংগ্রহ করে নির্ভুল সূত্রসহ প্রকাশ করে থাকি। আমরা সবসময় তথ্যের নির্ভরযোগ্যতা এবং সঠিকতা নিশ্চিত করার জন্য সর্বোচ্চ চেষ্টা করি। তবে, যদি কোনো সংবাদ নিয়ে আপত্তি বা অভিযোগ থাকে, তাহলে আমরা আপনাকে বিনীত অনুরোধ জানাচ্ছি সংশ্লিষ্ট সংবাদ মাধ্যম বা নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে সরাসরি যোগাযোগ করার জন্য। এই সাইটের সব ধরণের সংবাদ, আলোকচিত্র, অডিও এবং ভিডিও কন্টেন্ট কপিরাইট আইন দ্বারা সুরক্ষিত। বিনা অনুমতিতে এই কন্টেন্ট ব্যবহারের প্রচেষ্টা সম্পূর্ণ বেআইনি এবং আইনত শাস্তিযোগ্য। আমরা আমাদের ব্যবহারকারীদের একটি সুরক্ষিত ও তথ্যবহুল অভিজ্ঞতা প্রদানের জন্য প্রতিশ্রুতিবদ্ধ। আমাদের নিউজ সাইটের মাধ্যমে পাওয়া যেকোনো তথ্য ব্যবহারের আগে দয়া করে সেই তথ্যের উৎস যাচাই করতে ভুলবেন না। আপনাদের সমর্থন এবং সহযোগিতা আমাদের এগিয়ে যাওয়ার প্রেরণা। আমাদের সাথেই থাকুন, সর্বশেষ খবর এবং নির্ভরযোগ্য তথ্য পেতে।
%d bloggers like this: