ঢাকাবুধবার , ৩০ জুলাই ২০২৫
  1. আইন বিচার
  2. আজ দেশজুড়ে
  3. আজকের সর্বশেষ
  4. আন্তর্জাতিক
  5. কৃষি সংবাদ
  6. খাদ্য ও পুষ্টি
  7. খুলনা
  8. খেলাধুলা
  9. চট্টগ্রাম
  10. চাকরি-বাকরি
  11. ছড়া
  12. জাতীয়
  13. জীবনযাপন
  14. ঢাকা
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

চাটখিলে শিশু শিক্ষার্থীকে শ্লীলতাহানির চেষ্টায় অভিযুক্তকে তিন মাসের কারাদণ্ড

নিজস্ব প্রতিবেদক
জুলাই ৩০, ২০২৫ ৭:৪৮ অপরাহ্ণ
Link Copied!

নোয়াখালীর চাটখিলে চতুর্থ শ্রেণির এক শিশু শিক্ষার্থীকে শ্লীলতাহানির চেষ্টার অভিযোগে সাইদ মিয়া (৩৮) নামে এক রিকশাচালককে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।

বুধবার (৩০ জুলাই) দুপুরে উপজেলার বদলকোট ইউনিয়নের হরি কৃষ্ণপুর গ্রামে এই ঘটনাটি ঘটে। চাটখিল উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মিজানুর রহমান ঘটনাস্থলে গিয়ে অভিযোগের সত্যতা পেয়ে এ রায় প্রদান করেন।

সাজাপ্রাপ্ত সাইদ মিয়া মৌলভীবাজার থানার উত্তরসুর সাদীবাজার (লালবাগ) গ্রামের মৃত তজবির মিয়ার ছেলে। তিনি বর্তমানে তার শ্বশুরবাড়ি, লক্ষ্মীপুর জেলার রামগঞ্জ উপজেলার ভাটরা ইউনিয়নের ডলটা বড় বাড়িতে বসবাস করে আসছিলেন।

স্থানীয়দের বরাতে জানা যায়, অভিযুক্ত সাইদ মিয়া মঙ্গলবার রহমানিয়া এস.ডি.টি. স্বতন্ত্র এবতেদায়ী মাদ্রাসার এক শিশু ছাত্রীকে প্রথমবার শ্লীলতাহানির চেষ্টা করে। পরদিন (বুধবার) আবারও একই চেষ্টা করলে ভুক্তভোগী শিশুটি চিৎকার দেয়। এরপর আশপাশের লোকজন এগিয়ে এসে তাকে আটক করে এবং স্থানীয় প্রশাসনকে খবর দেয়।

চাটখিল উপজেলা নির্বাহী কর্মকর্তা মিজানুর রহমান জানান, “আমি ঘটনাস্থলে গিয়ে শিশুটির কাছ থেকে বিস্তারিত শুনি এবং অভিযুক্তকে জিজ্ঞাসাবাদ করলে সে শ্লীলতাহানির বিষয়টি স্বীকার করে। অভিযুক্ত রিকশাচালকের একটি প্রতিবন্ধী সন্তান রয়েছে—এই মানবিক দিক বিবেচনায় তাকে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়।”

আমাদের সাইটে আমরা নিজস্ব সংবাদ তৈরির পাশাপাশি দেশের এবং বিশ্বের বিভিন্ন স্বনামধন্য সংবাদমাধ্যম থেকে গুরুত্বপূর্ণ খবর সংগ্রহ করে নির্ভুল সূত্রসহ প্রকাশ করে থাকি। আমরা সবসময় তথ্যের নির্ভরযোগ্যতা এবং সঠিকতা নিশ্চিত করার জন্য সর্বোচ্চ চেষ্টা করি। তবে, যদি কোনো সংবাদ নিয়ে আপত্তি বা অভিযোগ থাকে, তাহলে আমরা আপনাকে বিনীত অনুরোধ জানাচ্ছি সংশ্লিষ্ট সংবাদ মাধ্যম বা নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে সরাসরি যোগাযোগ করার জন্য। এই সাইটের সব ধরণের সংবাদ, আলোকচিত্র, অডিও এবং ভিডিও কন্টেন্ট কপিরাইট আইন দ্বারা সুরক্ষিত। বিনা অনুমতিতে এই কন্টেন্ট ব্যবহারের প্রচেষ্টা সম্পূর্ণ বেআইনি এবং আইনত শাস্তিযোগ্য। আমরা আমাদের ব্যবহারকারীদের একটি সুরক্ষিত ও তথ্যবহুল অভিজ্ঞতা প্রদানের জন্য প্রতিশ্রুতিবদ্ধ। আমাদের নিউজ সাইটের মাধ্যমে পাওয়া যেকোনো তথ্য ব্যবহারের আগে দয়া করে সেই তথ্যের উৎস যাচাই করতে ভুলবেন না। আপনাদের সমর্থন এবং সহযোগিতা আমাদের এগিয়ে যাওয়ার প্রেরণা। আমাদের সাথেই থাকুন, সর্বশেষ খবর এবং নির্ভরযোগ্য তথ্য পেতে।
%d bloggers like this: