ঢাকাশনিবার , ১২ জুলাই ২০২৫
  1. আইন বিচার
  2. আজ দেশজুড়ে
  3. আজকের সর্বশেষ
  4. আন্তর্জাতিক
  5. কৃষি সংবাদ
  6. খাদ্য ও পুষ্টি
  7. খুলনা
  8. খেলাধুলা
  9. চট্টগ্রাম
  10. চাকরি-বাকরি
  11. ছড়া
  12. জাতীয়
  13. জীবনযাপন
  14. ঢাকা
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

হাইকোর্টের নির্দেশনা অমান্য করে কোম্পানীগঞ্জে সড়ক থেকে টোল আদায়

হিমেল আহাম্মেদ
জুলাই ১২, ২০২৫ ১১:১৮ পূর্বাহ্ণ
Link Copied!

হাইকোর্টের নির্দেশনা অমান্য করে কোম্পানীগঞ্জে সড়ক থেকে টোল আদায়

সরকারি নিষেধাজ্ঞা উপেক্ষা করে বসুরহাট ও চৌধুরীহাটে প্রকাশ্যে অর্থ গ্রহণ, প্রশাসনের হস্তক্ষেপের ঘোষণা

নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলায় হাইকোর্টের রায় ও সরকারের নির্দেশনা অমান্য করে এখনও প্রকাশ্যে যানবাহন থেকে টোল আদায়ের অভিযোগ পাওয়া যাচ্ছে। উপজেলার বসুরহাট পৌরসভা ও চরপার্বতী ইউনিয়নের চৌধুরীহাট বাজারে এই অনিয়ম চলমান রয়েছে বলে জানা গেছে।

২০১৫ সালের ৩ ডিসেম্বর হাইকোর্টের রায়ের আলোকে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় একটি নির্দেশনা জারি করে। এতে স্পষ্টভাবে জানানো হয়, কোনো পৌরসভা বা সিটি করপোরেশন সড়ক ইজারা দিয়ে যানবাহন থেকে টোল আদায় করতে পারবে না। এই নির্দেশনার পুনঃব্যাখ্যা দিয়ে ২০২২ সালের ২৫ সেপ্টেম্বর মন্ত্রণালয় আরেকটি চিঠি জারি করে দেশের সব পৌর মেয়রদের অবহিত করে।

সরেজমিনে অব্যাহত টোল আদায়ের চিত্র

বসুরহাট পৌরসভার আওতাধীন এলাকায় ‘মেসার্স রিয়াদ এন্টারপ্রাইজ’ নামে একটি প্রতিষ্ঠান বিভিন্ন যানবাহন থেকে টোল আদায় করছে। সরেজমিন অনুসন্ধানে দেখা যায়, প্রতিষ্ঠানটি বাজার ইজারাদারের নামে ইস্যুকৃত রশিদের মাধ্যমে কাভার্ড ভ্যান থেকে ১০০ টাকা, বড় ট্রাক ৯০ টাকা, কলা পরিবহনকারী গাড়ি থেকে ২০০ টাকা এবং কাঠালের গাড়ি থেকে ৩০০ টাকা পর্যন্ত টোল নিচ্ছে। এমনকি মাদ্রাসার টেম্পু থেকেও আদায় করা হচ্ছে ৪০ টাকা।

টোলের রশিদে স্পষ্টভাবে লেখা আছে—“যে কোনো গাড়ী পৌর এলাকাতে প্রবেশ করিলে পৌর টোল পরিশোধ করিতে হইবে।”

এই বিষয়ে জানতে চাইলে টোল কার্যক্রম পরিচালনাকারী আবু নাছের বলেন, “পূর্বের নিয়ম অনুযায়ীই টোল আদায় করছি।”

চরপার্বতী ইউনিয়নের চৌধুরীহাট বাজারেও একইভাবে টোল আদায়ের অভিযোগ রয়েছে। সেখানে বড় ট্রাক থেকে ১২০ টাকা, কাভার্ড ভ্যান থেকে ১৫০ টাকা এবং ঔষধ পরিবহনকারী গাড়ি থেকেও ৮০ টাকা করে টোল নেওয়া হচ্ছে।

চৌধুরীহাট বাজারের ইজারাদার মো. নুরুল হুদা বলেন, “আমরা অনেক টাকা দিয়ে ইজারা নিয়েছি, লোকসান গুনতে হচ্ছে। তাই কিছু গাড়ি থেকে টোল নিচ্ছি। তবে কাউকে জোর করা হচ্ছে না।”

প্রশাসনের প্রতিক্রিয়া

এ বিষয়ে কোম্পানীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তানভীর ফরহাদ শামিম বলেন, “পৌর ইজারাদার কেবল বাসস্ট্যান্ডে থাকা গাড়ি থেকে এবং হাটবাজার ইজারাদার কেবল বাজারে বিক্রয়ের উদ্দেশ্যে আসা বিক্রেতাদের কাছ থেকে টোল নিতে পারে। সড়কে চলমান যানবাহন থেকে টোল নেওয়ার কোনো সুযোগ নেই।”

তিনি আরও জানান, “ইজারার শর্ত ভঙ্গের অভিযোগে সংশ্লিষ্টদের ডেকে পাঠানো হচ্ছে। যদি সরকারি নির্দেশনা অনুযায়ী টোল আদায় না হয়, তাহলে ইজারা বাতিলসহ আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”

সম্পাদনায়:নোয়াখালীর খবর

আমাদের সাইটে আমরা নিজস্ব সংবাদ তৈরির পাশাপাশি দেশের এবং বিশ্বের বিভিন্ন স্বনামধন্য সংবাদমাধ্যম থেকে গুরুত্বপূর্ণ খবর সংগ্রহ করে নির্ভুল সূত্রসহ প্রকাশ করে থাকি। আমরা সবসময় তথ্যের নির্ভরযোগ্যতা এবং সঠিকতা নিশ্চিত করার জন্য সর্বোচ্চ চেষ্টা করি। তবে, যদি কোনো সংবাদ নিয়ে আপত্তি বা অভিযোগ থাকে, তাহলে আমরা আপনাকে বিনীত অনুরোধ জানাচ্ছি সংশ্লিষ্ট সংবাদ মাধ্যম বা নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে সরাসরি যোগাযোগ করার জন্য। এই সাইটের সব ধরণের সংবাদ, আলোকচিত্র, অডিও এবং ভিডিও কন্টেন্ট কপিরাইট আইন দ্বারা সুরক্ষিত। বিনা অনুমতিতে এই কন্টেন্ট ব্যবহারের প্রচেষ্টা সম্পূর্ণ বেআইনি এবং আইনত শাস্তিযোগ্য। আমরা আমাদের ব্যবহারকারীদের একটি সুরক্ষিত ও তথ্যবহুল অভিজ্ঞতা প্রদানের জন্য প্রতিশ্রুতিবদ্ধ। আমাদের নিউজ সাইটের মাধ্যমে পাওয়া যেকোনো তথ্য ব্যবহারের আগে দয়া করে সেই তথ্যের উৎস যাচাই করতে ভুলবেন না। আপনাদের সমর্থন এবং সহযোগিতা আমাদের এগিয়ে যাওয়ার প্রেরণা। আমাদের সাথেই থাকুন, সর্বশেষ খবর এবং নির্ভরযোগ্য তথ্য পেতে।
%d bloggers like this: