টানা বর্ষণে পানি বন্ধি নোয়াখালী
বসুরহাট পৌরসভা
টানা বর্ষণে জলমগ্ন হয়ে পড়েছে নোয়াখালী জেলার বসুরহাট পৌরসভা এলাকা। টানা বৃষ্টিতে শহরের ভিবিন্ন সড়ক, উপসড়ক, আবাসিক ও বাণিজ্যিক এলাকাসহ অনেক শিক্ষা প্রতিষ্ঠান ডুবে গেছে হাঁটু পানিতে। ড্রেনেজ ব্যবস্থার চরম দুর্বলতায় পরিস্থিতি আরও ভয়াবহ আকার ধারণ করেছে। এতে দুর্ভোগে পড়েছেন স্কুল-কলেজগামী শিক্ষার্থী, কর্মজীবী মানুষ, রোগী ও সাধারণ পথচারীরা।
সরেজমিনে শহরের প্রাণকেন্দ্রে পৌরসভা ৩নং ওয়ার্ড ক্রিসেন্ট ফ্রী ক্যাডেট স্কুল , মাষ্টার পাড়া আবাসিক,কেজি আবাসিক সহ বিভিন্ন সড়কে জলাবদ্ধতা দেখা যায়।
কোথাও কোথাও রিকশা, অটো চলাচল বন্ধ হয়ে পড়েছে। পানি ঢুকে পড়েছে বহু বাসা-বাড়ি, দোকান ও সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানে।
ক্রিসেন্ট ফ্রী ক্যাডেট স্কুল এর প্রধান শিক্ষক নোয়াখালীর খবরকে বলেন, প্রতি বছরই একটু বৃষ্টি হলেই শহরের এমন জলাবদ্ধতা দেখা দেয়। অথচ সমস্যা সমাধানে কার্যকর কোনো উদ্যোগ নেই। পানি নিষ্কাশনের জন্য পর্যাপ্ত ও সক্রিয় ড্রেনেজ ব্যবস্থা না থাকায় পানি জমে থেকেই স্থায়ী জলাবদ্ধতার আশঙ্কা বাড়ছে।
যেন নদীর মতো অবস্থা। চারপাশে থৈ থৈ পানি। বিদ্যালয়ের আশপাশে এত পানি তা না দেখে কল্পনা করা যাবে না। কয়েক দিনের মধ্যে যদি বৃষ্টিপাত না কমে এবং নিষ্কাশন কার্যক্রম না শুরু হয়, তাহলে শহরে স্বাস্থ্য ঝুঁকি বাড়বে, ছড়িয়ে পড়তে পারে পানিবাহিত রোগ।