ঢাকাশুক্রবার , ৪ জুলাই ২০২৫
  1. আজ দেশজুড়ে
  2. আজকের সর্বশেষ
  3. আন্তর্জাতিক
  4. কৃষি সংবাদ
  5. খাদ্য ও পুষ্টি
  6. খুলনা
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম
  9. চাকরি-বাকরি
  10. ছড়া
  11. জাতীয়
  12. জীবনযাপন
  13. ঢাকা
  14. তথ্যপ্রযুক্তি
  15. ধর্ম

নোয়াখালী কিডনি ডায়ালাইসিস সেন্টারে দুদকের অভিযান

আমীর হোসেন জাহিদ.
জুলাই ৪, ২০২৫ ৮:৫৪ পূর্বাহ্ণ
Link Copied!

নোয়াখালী কিডনি ডায়ালাইসিস সেন্টারে দুদকের অভিযান

অনিয়মের অভিযোগে নোয়াখালী কিডনি ডায়ালাইসিস সেন্টারে দুদকের অভিযান
নানান অনিয়ম ও দুর্নীতির অভিযোগে নোয়াখালী ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালের অনুমোদনহীন কিডনি ডায়ালাইসিস সেন্টারে অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

বৃহস্পতিবার দুপুরে দুদকের উপ-সহকারী পরিচালক মো. জাহেদ আলম ও কোর্ট পরিদর্শক মো. ইদ্রিসের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।

সূত্রে জানা গেছে, ২৫০ শয্যাবিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালের নিজস্ব ল্যাব থাকলেও সরকারি নিয়ম উপেক্ষা করে ডায়ালাইসিস ইউনিটে পৃথকভাবে একটি ল্যাব পরিচালনা করা হচ্ছে। যেখানে একজন বিশেষজ্ঞ চিকিৎসকের মাধ্যমে ডায়ালাইসিস, ক্যাথেটার ও ফিস্টুলা করার কথা থাকলেও তা করছেন টেকনেশিয়ান ইসমাইল।

সরকার নির্ধারিত ক্যাথেটার ফি ৫০০ টাকা হলেও সেখানে নেওয়া হচ্ছে ২,৫০০ টাকা, এবং ফিস্টুলার জন্য নেওয়া হচ্ছে ৬,০০০ টাকা। একই ধরনের পরীক্ষা হাসপাতালের মূল ল্যাবে ৭০০ টাকায় হলেও, ডায়ালাইসিস ইউনিটের ল্যাবে নেওয়া হচ্ছে ১,৪০০ টাকা। অভিযোগ রয়েছে, এই ইউনিট থেকে প্রতি মাসে কমপক্ষে ২০ লাখ টাকা অবৈধ আয় হয়, যার একটি অংশ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে ‘খাম’ আকারে পৌঁছে যায়।

অভিযোগ অনুযায়ী, এসব কর্মকাণ্ড তদারকি করছেন হাসপাতালের চিকিৎসক ডা. মামুন পারভেজ। তিনি একজন সরকারি চাকরিজীবী হয়েও প্রতি মাসে ইউনিট থেকে ১০ হাজার টাকা করে নেন বলে অভিযোগ রয়েছে। এছাড়া, ভুয়া ডিগ্রি ব্যবহার করে বাহিরে চেম্বার পরিচালনার অভিযোগও রয়েছে তার বিরুদ্ধে।

এ বিষয়ে যোগাযোগের চেষ্টা করা হলেও অভিযুক্ত ডা. ফজলে এলাহীর সঙ্গে একাধিকবার ফোনে যোগাযোগ করা হলে তিনি সাড়া দেননি। ফলে তাঁর বক্তব্য পাওয়া যায়নি।

অভিযোগ সম্পর্কে ডা. মামুন পারভেজ বলেন, “মানবিক দৃষ্টিকোণ থেকে কিডনি ইউনিট পরিচালনা করা হচ্ছে। এখানে কোনো অনিয়ম হয় না। আমি বর্তমানে বাহিরে রোগী দেখি না।”

হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. মো. ফরিদ উদ্দিন চৌধুরী বলেন, “আমার বিরুদ্ধে আনীত অভিযোগ সম্পূর্ণ মিথ্যা।”

দুদকের কোর্ট পরিদর্শক মো. ইদ্রিস বলেন, “অভিযোগের প্রেক্ষিতে অভিযান চালানো হয়েছে। কিছু অনিয়মের সত্যতা পাওয়া গেছে। প্রয়োজনীয় কাগজপত্র সংগ্রহ করা হয়েছে, যা প্রতিবেদন আকারে প্রধান কার্যালয়ে পাঠানো হবে।”

আমাদের সাইটে আমরা নিজস্ব সংবাদ তৈরির পাশাপাশি দেশের এবং বিশ্বের বিভিন্ন স্বনামধন্য সংবাদমাধ্যম থেকে গুরুত্বপূর্ণ খবর সংগ্রহ করে নির্ভুল সূত্রসহ প্রকাশ করে থাকি। আমরা সবসময় তথ্যের নির্ভরযোগ্যতা এবং সঠিকতা নিশ্চিত করার জন্য সর্বোচ্চ চেষ্টা করি। তবে, যদি কোনো সংবাদ নিয়ে আপত্তি বা অভিযোগ থাকে, তাহলে আমরা আপনাকে বিনীত অনুরোধ জানাচ্ছি সংশ্লিষ্ট সংবাদ মাধ্যম বা নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে সরাসরি যোগাযোগ করার জন্য। এই সাইটের সব ধরণের সংবাদ, আলোকচিত্র, অডিও এবং ভিডিও কন্টেন্ট কপিরাইট আইন দ্বারা সুরক্ষিত। বিনা অনুমতিতে এই কন্টেন্ট ব্যবহারের প্রচেষ্টা সম্পূর্ণ বেআইনি এবং আইনত শাস্তিযোগ্য। আমরা আমাদের ব্যবহারকারীদের একটি সুরক্ষিত ও তথ্যবহুল অভিজ্ঞতা প্রদানের জন্য প্রতিশ্রুতিবদ্ধ। আমাদের নিউজ সাইটের মাধ্যমে পাওয়া যেকোনো তথ্য ব্যবহারের আগে দয়া করে সেই তথ্যের উৎস যাচাই করতে ভুলবেন না। আপনাদের সমর্থন এবং সহযোগিতা আমাদের এগিয়ে যাওয়ার প্রেরণা। আমাদের সাথেই থাকুন, সর্বশেষ খবর এবং নির্ভরযোগ্য তথ্য পেতে।
%d bloggers like this: