নোয়াখালীর খবর-:
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নোয়াখালী-৫ আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য প্রার্থী হিসেবে অধ্যক্ষ বেলায়েত হোসেন আনুষ্ঠানিকভাবে নির্বাচন কমিশন থেকে তার প্রতীক ‘দাঁড়িপাল্লা’ গ্রহণ করেছেন।
বুধবার (২১ জানুয়ারি) বাংলাদেশ নির্বাচন কমিশনের ঘোষিত তফসিল অনুযায়ী প্রতীক বরাদ্দ কার্যক্রম অনুষ্ঠিত হয়। এদিন নোয়াখালীর জেলা প্রশাসকের কার্যালয় থেকে তিনি তার পছন্দের প্রতীক দাঁড়িপাল্লা বুঝে নেন।
জেলা নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, নোয়াখালী-৫ সংসদীয় আসনের অন্তর্ভুক্ত (কোম্পানীগঞ্জ উপজেলা, কবিরহাট উপজেলা এবং সদর উপজেলার আংশিক অশ্বদিয়া ও নেয়াজপুর ইউনিয়ন) নিয়ে গঠিত এই আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামীকে চূড়ান্তভাবে দাঁড়িপাল্লা প্রতীক বরাদ্দ দেওয়া হয়েছে।
প্রতীক গ্রহণের পর প্রতিক্রিয়ায় অধ্যক্ষ বেলায়েত হোসেন সন্তোষ প্রকাশ করে বলেন, জনগণের সমর্থন ও দোয়া নিয়ে তিনি নির্বাচনী মাঠে সক্রিয়ভাবে অংশগ্রহণ করবেন এবং ন্যায় ও সুশাসনের পক্ষে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। নির্বাচনকে কেন্দ্র করে নোয়াখালী-৫ আসনে রাজনৈতিক দলগুলোর মধ্যে ইতোমধ্যেই প্রচার-প্রচারণা শুরু হয়েছে সোশ্যাল মিডিয়ায় দৃশ্যমান।
সম্পাদক হিমেল আহাম্মেদ কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত