আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নোয়াখালীর ছয়টি সংসদীয় আসনে বিভিন্ন রাজনৈতিক দলের মোট ৪৭ জন প্রার্থীর মধ্যে প্রতীক বরাদ্দ দেওয়া হয়েছে। প্রতীক বরাদ্দের মধ্য দিয়ে জেলায় আনুষ্ঠানিকভাবে নির্বাচনী প্রচারণা শুরু হয়েছে।
বুধবার (২১ জানুয়ারি) সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত নোয়াখালী জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে এ প্রতীক বরাদ্দ কার্যক্রম অনুষ্ঠিত হয়।
জেলা রিটার্নিং কর্মকর্তা মুহাম্মদ শফিকুল ইসলাম সকাল ১০টায় নোয়াখালী-১ আসনের সাতজন প্রার্থীর হাতে প্রতীক তুলে দিয়ে কার্যক্রমের সূচনা করেন। পর্যায়ক্রমে নোয়াখালী-৬ আসনের ১০ জন, নোয়াখালী-২ আসনের পাঁচজন, নোয়াখালী-৩ আসনের সাতজন, নোয়াখালী-৪ আসনের সাতজন এবং নোয়াখালী-৫ আসনের ১১ জন প্রার্থীর মধ্যে প্রতীক বরাদ্দ দেওয়া হয়।
প্রতীক বরাদ্দ পাওয়া প্রার্থীদের মধ্যে বিএনপি, জামায়াতে ইসলামী, এনসিপিসহ বিভিন্ন রাজনৈতিক দলের প্রার্থীরা রয়েছেন। এ সময় প্রার্থীরা রিটার্নিং কর্মকর্তার সঙ্গে সাক্ষাৎ করে সুষ্ঠু, অবাধ ও শান্তিপূর্ণ ভোটগ্রহণের পরিবেশ নিশ্চিত করার দাবি জানান।
উল্লেখ্য, গত মঙ্গলবার (২০ জানুয়ারি) পাঁচজন প্রার্থী তাদের মনোনয়ন প্রত্যাহার করেন। তারা হলেন— নোয়াখালী-২ আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী সাইয়েদ আহমেদ ও বাংলাদেশ খেলাফত মজলিসের প্রার্থী তোফাজ্জল হোসেন, নোয়াখালী-৫ আসনে স্বতন্ত্র প্রার্থী হাসনা জসীম উদ্দিন মওদুদ ও খেলাফত মজলিসের প্রার্থী আলী আহমদ এবং নোয়াখালী-৬ আসনে জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী শাহ মাহফুজুল হক।
সম্পাদক হিমেল আহাম্মেদ কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত