ঢাকামঙ্গলবার , ২০ জানুয়ারি ২০২৬
  1. আইন বিচার
  2. আজ দেশজুড়ে
  3. আজকের সর্বশেষ
  4. আন্তর্জাতিক
  5. কৃষি সংবাদ
  6. খাদ্য ও পুষ্টি
  7. খুলনা
  8. খেলাধুলা
  9. চট্টগ্রাম
  10. চাকরি-বাকরি
  11. ছড়া
  12. জাতীয়
  13. জীবনযাপন
  14. ঢাকা
  15. তথ্যপ্রযুক্তি

কোম্পানীগঞ্জে ৪ ড্রাম ট্রাককে ২ লক্ষটাকা জরিমানা

এম.এস.আরমান-
জানুয়ারি ২০, ২০২৬ ১২:৪০ অপরাহ্ণ
Link Copied!

নোয়াখালীর খবর-

নোয়াখালীর কোম্পানীগঞ্জে অবৈধভাবে অতিরিক্ত বোঝাইকৃত বালুবাহী ৪টি ড্রামট্রাকের ড্রাইভারকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

মঙ্গলবার (২০ জানুয়ারী) বিকেলে উপজেলার মুছাপুর থেকে আসা বালুবাহী ট্রাক ড্রাইভারদের আটক করে এই জরিমানা করেন সহকারি কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রুবাইয়া বিনতে কাশেম।

এসময় অবৈধভাবে অতিরিক্ত বালু বহণ করে ড্রামট্রাক চলাচলের ফলে প্রায় ১০/১৫ কিলোমিটার রাস্তা ভেঙ্গে জরাজীর্ণ হওয়ার একাধিক অভিযোগে রাজন,সাজ্জাদ হোসেন,নকিব ও রহমানকে ৫০ হাজার করে ৪ জনকে ২ লক্ষটাকা অর্থদণ্ড প্রদান করেন তিনি।

স্থানীয়রা জানান, দীর্ঘদিন ধরে নদীর তীরে কিছু অসাধু ব্যবসায়ী প্রশাসনের অনুমতি ছাড়া নৌকা ও বাল্কহেডের মাধ্যমে বালু ব্যবসা চালিয়ে যাচ্ছেন। এতে একদিকে নদীর তীর ভাঙছে, অন্যদিকে গ্রামের গুরুত্বপূর্ণ সংযোগ সড়কগুলোও ঝুঁকির মধ্যে পড়েছে।

এ বিষয়ে সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রুবাইয়া বিনতে কাশেম বলেন, ‘অবৈধভাবে বালু বহণের কারনে যেমনটি ক্ষতিগ্রস্ত হচ্ছে রাস্তা ঘাট,ঠিক তেমনি সাধারণ মানুষের ভোগান্তিও বাড়ছে। তাই এসব অনুমোদনহীন বালু ব্যবসায়ী ও ট্রাক ড্রাইভারের বিরুদ্ধে কঠোর অবস্থান নেওয়া হয়েছে এবং ভবিষ্যতেও এই অভিযান অব্যাহত থাকবে।

আমাদের সাইটে আমরা নিজস্ব সংবাদ তৈরির পাশাপাশি দেশের এবং বিশ্বের বিভিন্ন স্বনামধন্য সংবাদমাধ্যম থেকে গুরুত্বপূর্ণ খবর সংগ্রহ করে নির্ভুল সূত্রসহ প্রকাশ করে থাকি। আমরা সবসময় তথ্যের নির্ভরযোগ্যতা এবং সঠিকতা নিশ্চিত করার জন্য সর্বোচ্চ চেষ্টা করি। তবে, যদি কোনো সংবাদ নিয়ে আপত্তি বা অভিযোগ থাকে, তাহলে আমরা আপনাকে বিনীত অনুরোধ জানাচ্ছি সংশ্লিষ্ট সংবাদ মাধ্যম বা নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে সরাসরি যোগাযোগ করার জন্য। এই সাইটের সব ধরণের সংবাদ, আলোকচিত্র, অডিও এবং ভিডিও কন্টেন্ট কপিরাইট আইন দ্বারা সুরক্ষিত। বিনা অনুমতিতে এই কন্টেন্ট ব্যবহারের প্রচেষ্টা সম্পূর্ণ বেআইনি এবং আইনত শাস্তিযোগ্য। আমরা আমাদের ব্যবহারকারীদের একটি সুরক্ষিত ও তথ্যবহুল অভিজ্ঞতা প্রদানের জন্য প্রতিশ্রুতিবদ্ধ। আমাদের নিউজ সাইটের মাধ্যমে পাওয়া যেকোনো তথ্য ব্যবহারের আগে দয়া করে সেই তথ্যের উৎস যাচাই করতে ভুলবেন না। আপনাদের সমর্থন এবং সহযোগিতা আমাদের এগিয়ে যাওয়ার প্রেরণা। আমাদের সাথেই থাকুন, সর্বশেষ খবর এবং নির্ভরযোগ্য তথ্য পেতে।
%d bloggers like this: