ঢাকাসোমবার , ১৯ জানুয়ারি ২০২৬
  1. আইন বিচার
  2. আজ দেশজুড়ে
  3. আজকের সর্বশেষ
  4. আন্তর্জাতিক
  5. কৃষি সংবাদ
  6. খাদ্য ও পুষ্টি
  7. খুলনা
  8. খেলাধুলা
  9. চট্টগ্রাম
  10. চাকরি-বাকরি
  11. ছড়া
  12. জাতীয়
  13. জীবনযাপন
  14. ঢাকা
  15. তথ্যপ্রযুক্তি

বেগমগঞ্জে ৪২০ অবৈধ স্থাপনা উচ্ছেদ

বেগমগন্জ প্রতিনিধি
জানুয়ারি ১৯, ২০২৬ ৫:২৬ অপরাহ্ণ
Link Copied!

 

নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলায় সড়কের সরকারি জায়গা দখল করে গড়ে ওঠা ৪২০টি অবৈধ স্থাপনা উচ্ছেদ করেছে উপজেলা প্রশাসন।
সোমবার (১৯ জানুয়ারি) সকাল ১০টায় বেগমগঞ্জ উপজেলার চৌরাস্তা এলাকা থেকে অভিযান শুরু হয়। পরে দুপুর থেকে বিকেল ৩টা পর্যন্ত চৌরাস্তা থেকে কেন্দুরবাগ বাজার পর্যন্ত অভিযান পরিচালনা করা হয়।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহাদাত হোসেনের নেতৃত্বে পরিচালিত এ অভিযানের শুরুতে কয়েকজন ব্যবসায়ী বাধা দেওয়ার চেষ্টা করেন। তবে পরিস্থিতি নিয়ন্ত্রণে রেখে অভিযান চালানো হয়।
এ সময় নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহাদাত হোসেন বলেন, “আমরা শুধুমাত্র সরকারি জায়গায় অবস্থিত অবৈধ স্থাপনাই উচ্ছেদ করছি। সরকারি জায়গার বাইরে কোনো স্থাপনায় হাত দেওয়া হবে না। ফোরলেন সড়ক নির্মাণের স্বার্থে সবাইকে সহযোগিতা করার আহ্বান জানাচ্ছি।”
অভিযানে চৌরাস্তা থেকে কেন্দুরবাগ বাজার পর্যন্ত সড়কের উত্তর পাশে সরকারি জায়গায় অবস্থিত দোকানপাট ও কাঁচা-পাকা বসতঘর উচ্ছেদ করা হয়।
উপজেলা প্রশাসন জানিয়েছে, সড়ক উন্নয়ন ও জনস্বার্থে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

আমাদের সাইটে আমরা নিজস্ব সংবাদ তৈরির পাশাপাশি দেশের এবং বিশ্বের বিভিন্ন স্বনামধন্য সংবাদমাধ্যম থেকে গুরুত্বপূর্ণ খবর সংগ্রহ করে নির্ভুল সূত্রসহ প্রকাশ করে থাকি। আমরা সবসময় তথ্যের নির্ভরযোগ্যতা এবং সঠিকতা নিশ্চিত করার জন্য সর্বোচ্চ চেষ্টা করি। তবে, যদি কোনো সংবাদ নিয়ে আপত্তি বা অভিযোগ থাকে, তাহলে আমরা আপনাকে বিনীত অনুরোধ জানাচ্ছি সংশ্লিষ্ট সংবাদ মাধ্যম বা নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে সরাসরি যোগাযোগ করার জন্য। এই সাইটের সব ধরণের সংবাদ, আলোকচিত্র, অডিও এবং ভিডিও কন্টেন্ট কপিরাইট আইন দ্বারা সুরক্ষিত। বিনা অনুমতিতে এই কন্টেন্ট ব্যবহারের প্রচেষ্টা সম্পূর্ণ বেআইনি এবং আইনত শাস্তিযোগ্য। আমরা আমাদের ব্যবহারকারীদের একটি সুরক্ষিত ও তথ্যবহুল অভিজ্ঞতা প্রদানের জন্য প্রতিশ্রুতিবদ্ধ। আমাদের নিউজ সাইটের মাধ্যমে পাওয়া যেকোনো তথ্য ব্যবহারের আগে দয়া করে সেই তথ্যের উৎস যাচাই করতে ভুলবেন না। আপনাদের সমর্থন এবং সহযোগিতা আমাদের এগিয়ে যাওয়ার প্রেরণা। আমাদের সাথেই থাকুন, সর্বশেষ খবর এবং নির্ভরযোগ্য তথ্য পেতে।
%d bloggers like this: