ঢাকাশনিবার , ১৭ জানুয়ারি ২০২৬
  1. আইন বিচার
  2. আজ দেশজুড়ে
  3. আজকের সর্বশেষ
  4. আন্তর্জাতিক
  5. কৃষি সংবাদ
  6. খাদ্য ও পুষ্টি
  7. খুলনা
  8. খেলাধুলা
  9. চট্টগ্রাম
  10. চাকরি-বাকরি
  11. ছড়া
  12. জাতীয়
  13. জীবনযাপন
  14. ঢাকা
  15. তথ্যপ্রযুক্তি

সেনবাগে রাতের আঁধারে ফসলি জমির মাটি লুট অভিযানে ৭০ হাজার টাকা জরিমানা

সেনবাগ প্রতিনিধি
জানুয়ারি ১৭, ২০২৬ ২:৫৭ অপরাহ্ণ
Link Copied!

নোয়াখালীর সেনবাগ উপজেলায় রাতের আঁধারে ফসলি জমি থেকে ভেকু মেশিন দিয়ে অবৈধভাবে মাটি কাটার অভিযোগে ভ্রাম্যমাণ আদালতের পৃথক দুটি অভিযানে মোট ৭০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে।
শুক্রবার (১৬ জানুয়ারি) দিবাগত রাত সাড়ে ১০টা থেকে সাড়ে ১১টা পর্যন্ত সেনবাগ উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মুহসিয়া তাবাসসুম এই অভিযান পরিচালনা করেন। অভিযানে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, সেনবাগ উপজেলার বিভিন্ন এলাকায় একটি অসাধু চক্র দীর্ঘদিন ধরে রাতের আঁধারে ভেকু মেশিন ব্যবহার করে ফসলি জমি থেকে মাটি কেটে নিয়ে যাচ্ছিল। এ বিষয়ে ভুক্তভোগীরা লিখিত ও মৌখিকভাবে উপজেলা প্রশাসনকে অবহিত করলে অভিযোগের ভিত্তিতে সরেজমিন তদন্ত করে এর সত্যতা পাওয়া যায়।
এরই ধারাবাহিকতায় শুক্রবার রাতে সেনবাগ উপজেলার কাবিলপুর ইউনিয়নের ইয়ারপুর গ্রামের বটতলা এলাকা এবং কাদরা ইউনিয়নের কাদরা গ্রামে টানা অভিযান পরিচালনা করা হয়।
অভিযান চলাকালে কৃষি জমি থেকে অবৈধভাবে মাটি কাটার দায়ে মোটরযান আইনে ভেকু মেশিনের ড্রাইভারকে জরিমানা করা হয়। পাশাপাশি ব্যবহৃত ভেকু মেশিনের ব্যাটারি জব্দ করে স্থানীয় ইউনিয়ন পরিষদ সদস্যের জিম্মায় রাখা হয়। বটতলা এলাকা থেকে ২০ হাজার টাকা এবং কাদরা এলাকা থেকে ৫০ হাজার টাকাসহ মোট ৭০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।
এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার মুহসিয়া তাবাসসুম বলেন,
“কৃষি জমি রক্ষায় অবৈধভাবে মাটি কাটার বিরুদ্ধে উপজেলা প্রশাসনের অভিযান অব্যাহত থাকবে। কেউ আইন অমান্য করলে ছাড় দেওয়া হবে না।”
এদিকে স্থানীয়রা প্রশাসনের এই অভিযানে সন্তোষ প্রকাশ করে নিয়মিত নজরদারি ও কঠোর ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।

আমাদের সাইটে আমরা নিজস্ব সংবাদ তৈরির পাশাপাশি দেশের এবং বিশ্বের বিভিন্ন স্বনামধন্য সংবাদমাধ্যম থেকে গুরুত্বপূর্ণ খবর সংগ্রহ করে নির্ভুল সূত্রসহ প্রকাশ করে থাকি। আমরা সবসময় তথ্যের নির্ভরযোগ্যতা এবং সঠিকতা নিশ্চিত করার জন্য সর্বোচ্চ চেষ্টা করি। তবে, যদি কোনো সংবাদ নিয়ে আপত্তি বা অভিযোগ থাকে, তাহলে আমরা আপনাকে বিনীত অনুরোধ জানাচ্ছি সংশ্লিষ্ট সংবাদ মাধ্যম বা নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে সরাসরি যোগাযোগ করার জন্য। এই সাইটের সব ধরণের সংবাদ, আলোকচিত্র, অডিও এবং ভিডিও কন্টেন্ট কপিরাইট আইন দ্বারা সুরক্ষিত। বিনা অনুমতিতে এই কন্টেন্ট ব্যবহারের প্রচেষ্টা সম্পূর্ণ বেআইনি এবং আইনত শাস্তিযোগ্য। আমরা আমাদের ব্যবহারকারীদের একটি সুরক্ষিত ও তথ্যবহুল অভিজ্ঞতা প্রদানের জন্য প্রতিশ্রুতিবদ্ধ। আমাদের নিউজ সাইটের মাধ্যমে পাওয়া যেকোনো তথ্য ব্যবহারের আগে দয়া করে সেই তথ্যের উৎস যাচাই করতে ভুলবেন না। আপনাদের সমর্থন এবং সহযোগিতা আমাদের এগিয়ে যাওয়ার প্রেরণা। আমাদের সাথেই থাকুন, সর্বশেষ খবর এবং নির্ভরযোগ্য তথ্য পেতে।
%d bloggers like this: