নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলায় ‘জুলাই ঐক্য’র ব্যানারে এক গঠনমূলক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
গতকাল শুক্রবার (১৬ জানুয়ারি ২০২৬) সন্ধ্যায় বসুরহাট পৌরসভার ২নং ওয়ার্ডে অবস্থিত বাইপাস সড়কের রিল্যাক্স কাবাব হাউজে কোম্পানীগঞ্জ উপজেলা ইউনিটের উদ্যোগে এ সভার আয়োজন করা হয়।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মনিরুল ইসলাম বকুল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হিফজুর রহমান, ফখরুল ইসলাম রাজু, গোলাম কিবরিয়া, ডা. মনির আহমেদ এবং নুরুল আফসার। এছাড়াও সংগঠনের বিভিন্ন পর্যায়ের সহযোদ্ধা ও গণ্যমান্য ব্যক্তিবর্গ সভায় অংশগ্রহণ করেন।
মতবিনিময় সভায় বক্তারা সংগঠনের অভ্যন্তরীণ ঐক্য সুদৃঢ় করা, ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নির্ধারণ এবং দেশ ও সমাজ গঠনে তরুণদের সক্রিয় ভূমিকা নিয়ে বিস্তারিত আলোচনা করেন। বক্তারা বলেন, ঐক্য ও পারস্পরিক সহযোগিতার মাধ্যমে সংগঠনের কার্যক্রম আরও বেগবান করা সম্ভব।
সভায় উপস্থিত সকলেই মনে করেন, এই মতবিনিময় সভা সংগঠনের আগামীর পথচলায় একটি গুরুত্বপূর্ণ ও অনুপ্রেরণাদায়ক মাইলফলক হয়ে থাকবে।
সম্পাদক হিমেল আহাম্মেদ কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত