নোয়াখালীর সেনবাগ উপজেলায় মেয়াদোত্তীর্ণ ও বিক্রয় নিষিদ্ধ ওষুধ মজুদ এবং প্রয়োজনীয় কাগজপত্র না থাকায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে চারটি ফার্মেসির মালিককে মোট ১ লাখ ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
মঙ্গলবার (১৪ জানুয়ারি) রাতে সেনবাগ পৌর শহরে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট মুহসিয়া তাবাসসুমের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়।
জরিমানাপ্রাপ্ত ফার্মেসিগুলো হলো—
সরকারি হাসপাতালের সামনে অবস্থিত মক্কা মেডিকেল হল এর মালিক মহিউদ্দিনকে ৫০ হাজার টাকা, রাজ্জাক মেডিকেল হল এর মালিক আবুল বাশারকে ১০ হাজার টাকা, সরকারি পাইলট হাই স্কুল গেট সংলগ্ন নিউ মেডিসিন কর্নার এর মালিক আমিন রসুলকে ৩০ হাজার টাকা এবং মক্কা ড্রাগ হাউজ এর মালিক গোলাম রসুলকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়।
অভিযানকালে নোয়াখালী জেলা ড্রাগ সুপার মো. শাহজাহান ভুঁইয়া এবং সেনবাগ থানা পুলিশের একটি দল উপস্থিত ছিলেন।
ভোক্তাদের নিরাপত্তা নিশ্চিত করতে এ ধরনের অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে বলে জানিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহসিয়া তাবাসসুম।
সম্পাদক হিমেল আহাম্মেদ কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত