নোয়াখালীর সুবর্ণচর উপজেলায় ১২ বছরের এক ছাত্রীকে নিয়ে পালিয়ে যাওয়ার অভিযোগের জেরে একটি মাদ্রাসায় অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে।
মঙ্গলবার (১৩ জানুয়ারি) মধ্যরাতে উপজেলার চরজব্বর ইউনিয়নের উত্তর চর হাসান গ্রামের সৈয়দ মুন্সি বাড়ি মাদ্রাসায় এ অগ্নিসংযোগের ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেন চরজব্বর ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান মো. আবু কাউছার।
খবর পেয়ে বুধবার দুপুরে ঘটনাস্থল পরিদর্শন করেন চরজব্বর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. লুৎফুর রহমান।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, অভিযুক্ত শিক্ষক মাহমুদুল হাসান (৩৫) পিরোজপুর জেলার বাসিন্দা এবং সৈয়দ মুন্সি বাড়ি মাদ্রাসার প্রধান শিক্ষক ছিলেন। ভুক্তভোগী ছাত্রী ওই মাদ্রাসার সাবেক শিক্ষার্থী। বর্তমানে সে অন্য একটি মাদ্রাসায় ষষ্ঠ শ্রেণিতে অধ্যয়নরত।
স্থানীয়দের ভাষ্য অনুযায়ী, মাদ্রাসায় পড়াশোনার সময় মাহমুদুল হাসানের সঙ্গে ওই ছাত্রীর সম্পর্ক গড়ে ওঠে। গত ৭ জানুয়ারি তিনি ওই ছাত্রীকে নিয়ে পালিয়ে যান। পরে পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে বাড়িতে ফিরিয়ে আনেন। ঘটনার পর থেকেই অভিযুক্ত শিক্ষক পলাতক রয়েছেন।
চরজব্বর ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান আবু কাউছার জানান, ঘটনার পর ভুক্তভোগী ছাত্রীর স্বজনরা সৈয়দ মুন্সি বাড়ি মাদ্রাসায় তালা ঝুলিয়ে দেন। প্রায় এক সপ্তাহ ধরে মাদ্রাসাটি বন্ধ ছিল।
তিনি আরও জানান, মঙ্গলবার মধ্যরাতে কে বা কারা মাদ্রাসাটিতে আগুন ধরিয়ে দেয়। খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন। এ সময় মাদ্রাসায় কোনো শিক্ষার্থী না থাকায় হতাহতের ঘটনা ঘটেনি।
চরজব্বর থানার ওসি মো. লুৎফুর রহমান বলেন, ছাত্রীকে নিয়ে পালানোর ঘটনায় ভুক্তভোগীর পরিবার সুধারাম থানায় একটি লিখিত অভিযোগ দিয়েছে। অগ্নিসংযোগের ঘটনায় লিখিত অভিযোগ পেলে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

