নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলায় ৫১ পিস ইয়াবাসহ এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে আইনশৃঙ্খলা বাহিনী।গ্রেপ্তারকৃত যুবকের নাম রাকিব উদ্দিন রাজিব। তিনি উপজেলার চরফকিরা ইউনিয়নের বাসিন্দা বলে জানা গেছে।
বুধবার (১৪ জানুয়ারি) গোপন সংবাদের ভিত্তিতে কোম্পানীগঞ্জ উপজেলার একটি এলাকায় অভিযান পরিচালনা করে আইনশৃঙ্খলা বাহিনী তাকে গ্রেপ্তার করে। এ সময় তার হেফাজত থেকে ৫১ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
পুলিশ গণমাধ্যমকে জানায়, গ্রেপ্তারকৃত রাকিব উদ্দিন রাজিব দীর্ঘদিন ধরে এলাকায় মাদক কারবারের সঙ্গে জড়িত ছিল।
এ ঘটনায় তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে। গ্রেপ্তারকৃতকে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হবে বলে জানিয়েছে সংশ্লিষ্ট থানা পুলিশ।
আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে জানানো হয়, মাদক নির্মূলে এ ধরনের অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে।
সম্পাদক হিমেল আহাম্মেদ কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত