ঢাকাশনিবার , ১০ জানুয়ারি ২০২৬
  1. আইন বিচার
  2. আজ দেশজুড়ে
  3. আজকের সর্বশেষ
  4. আন্তর্জাতিক
  5. কৃষি সংবাদ
  6. খাদ্য ও পুষ্টি
  7. খুলনা
  8. খেলাধুলা
  9. চট্টগ্রাম
  10. চাকরি-বাকরি
  11. ছড়া
  12. জাতীয়
  13. জীবনযাপন
  14. ঢাকা
  15. তথ্যপ্রযুক্তি

নোয়াখালীতে বিএনপি ও এনসিপি কর্মীদের সংঘর্ষ, আহত ১৫

হাতিয়া প্রতিনিধি.
জানুয়ারি ১০, ২০২৬ ৬:৪৭ অপরাহ্ণ
Link Copied!

নোয়াখালীর হাতিয়ায় বিএনপি ও জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) কর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের অন্তত ১৫ জন আহত হয়েছেন। ফেসবুকে ভুল ভিডিও প্রচার ও অপপ্রচারের অভিযোগকে কেন্দ্র করে এ সংঘর্ষের সূত্রপাত হয়েছে বলে জানিয়েছে পুলিশ ও স্থানীয় সূত্র।

শুক্রবার (৯ জানুয়ারি) রাতে হাতিয়া উপজেলার চানন্দী ইউনিয়নের দরবেশ বাজার এলাকায় এ ঘটনা ঘটে। আহতদের বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

সংঘর্ষে জড়িতরা বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক (চট্টগ্রাম বিভাগ) মো. মাহবুবের রহমান শামীম এবং জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর সিনিয়র যুগ্ম মুখ্য সমন্বয়ক আব্দুল হান্নান মাসউদের সমর্থক বলে জানা গেছে।

এই দুই নেতা নিজ নিজ দলের মনোনয়নে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নোয়াখালী-৬ (হাতিয়া) আসনে প্রতিদ্বন্দ্বিতা করছেন।

এনসিপির যুবশক্তির হাতিয়া উপজেলা আহ্বায়ক মো. ইউসুফ রেজা অভিযোগ করেন, চানন্দী ইউনিয়নের করিম বাজার এলাকায় একটি পিচঢালা রাস্তা কেটে স্থানীয় বিএনপির কয়েকজন নেতা ইট, বালু, পাথর ও পিচ বিক্রি করছিলেন।

এ ঘটনার প্রতিবাদে স্থানীয় জনগণ ও এনসিপির নেতাকর্মীরা বাড়ি ফেরার পথে আগে থেকে ওঁৎ পেতে থাকা বিএনপির লোকজন তাদের ওপর হামলা চালায়।

তিনি আরও জানান, হামলায় চানন্দী ইউনিয়ন এনসিপির আহ্বায়ক জাকের হোসেন, হাতিয়া উপজেলা যুবশক্তির যুগ্ম আহ্বায়ক আলমগীর হোসেন ও আরিফ হোসেন, ছাত্রশক্তির নেতা রবিনসহ অন্তত ১০ জন আহত হন। এ সময় এনসিপির প্রায় আটটি মোটরসাইকেল লুট করা হয়েছে বলেও অভিযোগ করেন তিনি।

তবে বিএনপি নেতাকর্মীরা এসব অভিযোগ অস্বীকার করেছেন। তাদের দাবি, চানন্দী ইউনিয়নে নদীভাঙনে ক্ষতিগ্রস্ত একটি সড়ক সংস্কারের উদ্যোগ নেয় বিএনপি। সড়কের পুরোনো ইট ও বালু সরানোর সময় এনসিপির কিছু কর্মী ভিডিও ধারণ করে সামাজিক যোগাযোগমাধ্যমে অপপ্রচার চালান যে, সড়কের মালামাল বিক্রি করা হচ্ছে। এ নিয়ে প্রথমে বাগ্‌বিতণ্ডা শুরু হয়, পরে তা সংঘর্ষে রূপ নেয়।
হাতিয়া উপজেলা ছাত্রদলের নেতা ইয়াসিন আলী সুজন বলেন, এনসিপি কর্মীদের অভিযোগ ভিত্তিহীন। তারা ছাত্রলীগের কিছু নেতাকে সঙ্গে নিয়ে এলাকায় অস্থিতিশীলতা সৃষ্টি করেছে।

সংঘর্ষের সময় বিএনপির নেতাকর্মীদের ওপর হামলা চালানো হয়। তিনি বলেন, পরিস্থিতি উত্তপ্ত হলে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে এবং এতে বিএনপির অন্তত পাঁচজন আহত হন।

এ বিষয়ে এনসিপি নেতা আব্দুল হান্নান মাসউদের সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি।

তবে তিনি নিজের ফেসবুক পোস্টে অভিযোগ করে লিখেছেন, করিম বাজার এলাকার একটি পিচঢালা রাস্তা কেটে স্থানীয় বিএনপি নেতারা ইট, বালু ও পিচ বিক্রি করছেন। এর প্রতিবাদ করায় এনসিপি ও সাধারণ মানুষের ওপর হামলা চালানো হয়েছে।

অন্যদিকে বিএনপির সাংগঠনিক সম্পাদক ও নোয়াখালী-৬ (হাতিয়া) আসনের এমপি প্রার্থী মো. মাহবুবের রহমান শামীম বলেন, বিএনপির ভাবমূর্তি ক্ষুণ্ন করতে পরিকল্পিতভাবে সামাজিক যোগাযোগমাধ্যমে গুজব ছড়ানো হয়েছে। এই অপপ্রচার থেকেই সংঘর্ষের ঘটনা ঘটেছে। তিনি ঘটনার তীব্র নিন্দা জানান এবং প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন।

হাতিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইফুল আলম বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। আহতরা স্থানীয়ভাবে চিকিৎসা নিচ্ছেন। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

আমাদের সাইটে আমরা নিজস্ব সংবাদ তৈরির পাশাপাশি দেশের এবং বিশ্বের বিভিন্ন স্বনামধন্য সংবাদমাধ্যম থেকে গুরুত্বপূর্ণ খবর সংগ্রহ করে নির্ভুল সূত্রসহ প্রকাশ করে থাকি। আমরা সবসময় তথ্যের নির্ভরযোগ্যতা এবং সঠিকতা নিশ্চিত করার জন্য সর্বোচ্চ চেষ্টা করি। তবে, যদি কোনো সংবাদ নিয়ে আপত্তি বা অভিযোগ থাকে, তাহলে আমরা আপনাকে বিনীত অনুরোধ জানাচ্ছি সংশ্লিষ্ট সংবাদ মাধ্যম বা নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে সরাসরি যোগাযোগ করার জন্য। এই সাইটের সব ধরণের সংবাদ, আলোকচিত্র, অডিও এবং ভিডিও কন্টেন্ট কপিরাইট আইন দ্বারা সুরক্ষিত। বিনা অনুমতিতে এই কন্টেন্ট ব্যবহারের প্রচেষ্টা সম্পূর্ণ বেআইনি এবং আইনত শাস্তিযোগ্য। আমরা আমাদের ব্যবহারকারীদের একটি সুরক্ষিত ও তথ্যবহুল অভিজ্ঞতা প্রদানের জন্য প্রতিশ্রুতিবদ্ধ। আমাদের নিউজ সাইটের মাধ্যমে পাওয়া যেকোনো তথ্য ব্যবহারের আগে দয়া করে সেই তথ্যের উৎস যাচাই করতে ভুলবেন না। আপনাদের সমর্থন এবং সহযোগিতা আমাদের এগিয়ে যাওয়ার প্রেরণা। আমাদের সাথেই থাকুন, সর্বশেষ খবর এবং নির্ভরযোগ্য তথ্য পেতে।
%d bloggers like this: