ঢাকাশনিবার , ১০ জানুয়ারি ২০২৬
  1. আইন বিচার
  2. আজ দেশজুড়ে
  3. আজকের সর্বশেষ
  4. আন্তর্জাতিক
  5. কৃষি সংবাদ
  6. খাদ্য ও পুষ্টি
  7. খুলনা
  8. খেলাধুলা
  9. চট্টগ্রাম
  10. চাকরি-বাকরি
  11. ছড়া
  12. জাতীয়
  13. জীবনযাপন
  14. ঢাকা
  15. তথ্যপ্রযুক্তি

কবিরহাটে জমি বিরোধের জেরে কৃষকের ওপর নৃশংস হামলা, ভেঙে দেওয়া হলো হাত।

www.noakhalirkhobor.com www.noakhalirkhobor.com
জানুয়ারি ১০, ২০২৬ ৫:০৯ অপরাহ্ণ
Link Copied!

নোয়াখালীর কবিরহাট উপজেলায় জমি সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে মোহাম্মদ জামাল (৩৬) নামে এক কৃষককে দেশীয় অস্ত্র দিয়ে কুপিয়ে ও পিটিয়ে গুরুতর জখম করার অভিযোগ উঠেছে। আশঙ্কাজনক অবস্থায় তিনি বর্তমানে ২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

শনিবার (১০ জানুয়ারি) সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার নরোত্তমপুর ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের মনিনগর গ্রামে এ মর্মান্তিক ঘটনা ঘটে। আহত জামাল ওই গ্রামের বেপারী বাড়ির বাসিন্দা ও ওবায়দুল হকের ছেলে।

ভুক্তভোগী পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, বাড়ির পাশের প্রায় ৫ শতাংশ জমি নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। অভিযোগ রয়েছে, ওই জমিটি বহু বছর ধরে জামালের পরিবারের দখলে রয়েছে এবং সেখানে নিয়মিত ধান চাষ করা হচ্ছিল।

ঘটনার দিন সকালে জামালের বৃদ্ধ বাবা ওবায়দুল হক ধান খেতে কাজ করতে গেলে একই এলাকার বাচ্চুর নেতৃত্বে তার তিন ছেলে-হাফিজ, শিহাব ও নুরউদ্দিন-হঠাৎ করে তার ওপর হামলা চালিয়ে বেধড়ক মারধর করে। খবর পেয়ে জামাল ও পরিবারের অন্য সদস্যরা ঘটনাস্থলে ছুটে এসে তাকে উদ্ধার করার চেষ্টা করেন।

পরবর্তীতে ওবায়দুল হককে পল্লী চিকিৎসকের কাছে নিয়ে যাওয়ার পথে অভিযুক্তরা পুনরায় দেশীয় অস্ত্র নিয়ে হামলা চালায়। একপর্যায়ে তারা কৃষক জামালের বাম হাত ভেঙে দুই ভাগ করে দেয় এবং মাথায় কুপিয়ে গুরুতর জখম করে।

এছাড়া তার বুকে খন্তা দিয়ে আঘাত করা হয়েছে বলে অভিযোগ করেন স্বজনরা। ঘটনার পর আহত জামালকে উদ্ধার করে প্রথমে স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হয়। পরে অবস্থার অবনতি হলে তাকে নোয়াখালী জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়।

এ বিষয়ে অভিযুক্ত বাচ্চুর সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলে তার মুঠোফোন বন্ধ পাওয়া যায়। ফলে অভিযুক্ত পক্ষের কোনো বক্তব্য পাওয়া যায়নি।

কবিরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নিজাম উদ্দিন জানান, ঘটনাটি তিনি শুনেছেন। তবে এখন পর্যন্ত থানায় কোনো লিখিত অভিযোগ দায়ের হয়নি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

আহত জামালের পরিবার জানায়, বর্তমানে তারা চিকিৎসা নিয়েই ব্যস্ত রয়েছেন। চিকিৎসা শেষে দ্রুত থানায় মামলা দায়েরের প্রস্তুতি নেওয়া হচ্ছে।

আমাদের সাইটে আমরা নিজস্ব সংবাদ তৈরির পাশাপাশি দেশের এবং বিশ্বের বিভিন্ন স্বনামধন্য সংবাদমাধ্যম থেকে গুরুত্বপূর্ণ খবর সংগ্রহ করে নির্ভুল সূত্রসহ প্রকাশ করে থাকি। আমরা সবসময় তথ্যের নির্ভরযোগ্যতা এবং সঠিকতা নিশ্চিত করার জন্য সর্বোচ্চ চেষ্টা করি। তবে, যদি কোনো সংবাদ নিয়ে আপত্তি বা অভিযোগ থাকে, তাহলে আমরা আপনাকে বিনীত অনুরোধ জানাচ্ছি সংশ্লিষ্ট সংবাদ মাধ্যম বা নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে সরাসরি যোগাযোগ করার জন্য। এই সাইটের সব ধরণের সংবাদ, আলোকচিত্র, অডিও এবং ভিডিও কন্টেন্ট কপিরাইট আইন দ্বারা সুরক্ষিত। বিনা অনুমতিতে এই কন্টেন্ট ব্যবহারের প্রচেষ্টা সম্পূর্ণ বেআইনি এবং আইনত শাস্তিযোগ্য। আমরা আমাদের ব্যবহারকারীদের একটি সুরক্ষিত ও তথ্যবহুল অভিজ্ঞতা প্রদানের জন্য প্রতিশ্রুতিবদ্ধ। আমাদের নিউজ সাইটের মাধ্যমে পাওয়া যেকোনো তথ্য ব্যবহারের আগে দয়া করে সেই তথ্যের উৎস যাচাই করতে ভুলবেন না। আপনাদের সমর্থন এবং সহযোগিতা আমাদের এগিয়ে যাওয়ার প্রেরণা। আমাদের সাথেই থাকুন, সর্বশেষ খবর এবং নির্ভরযোগ্য তথ্য পেতে।
%d bloggers like this: