এম.এ রহিম: বিএনপির সাবেক চেয়ারপারসন ও তিনবারের সাবেক প্রধানমন্ত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার স্মরণে নোয়াখালীর কোম্পানীগঞ্জে দিনব্যাপী কোরআন খতম, মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (৯ জানুয়ারি) কোম্পানীগঞ্জ উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব মাহমুদুর রহমান রিপনের উদ্যোগে এ কর্মসূচির আয়োজন করা হয়। সকাল থেকে কোরআন খতমের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা হয়। পরে মিলাদ ও বিশেষ দোয়া মাহফিলে মরহুমা খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনা করা হয়।
জুমার নামাজ শেষে বসুরহাট বাজারের তাকিয়া রোডে পথচারী ও মুসল্লিদের মাঝে খাবার বিতরণ করা হয়। এ সময় উপস্থিত নেতাকর্মীরা বলেন, দেশ ও গণতন্ত্রের জন্য খালেদা জিয়ার অবদান জাতি চিরদিন স্মরণ রাখবে।
অনুষ্ঠানে কোম্পানীগঞ্জ উপজেলা বিএনপির প্রবীণ নেতা ও বসুরহাট পৌরসভার সাবেক মেয়র কামাল উদ্দিন চৌধুরীসহ উপজেলা ও পৌর বিএনপির বিভিন্ন স্তরের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
দিনব্যাপী এই ধর্মীয় ও মানবিক কর্মসূচিতে অংশগ্রহণকারীদের মাঝে মরহুম নেত্রীর প্রতি গভীর শ্রদ্ধা ও ভালোবাসার প্রকাশ ঘটে।
সম্পাদক হিমেল আহাম্মেদ কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত