নোয়াখালীতে মানবতা ভিত্তিক রাজনীতির দাবিদার সর্বজনীন মানবিক রাজনৈতিক দল ইনসানিয়াত বিপ্লব বাংলাদেশ-এর তিনজন প্রার্থী আপেল প্রতীকে মনোনয়নপত্রের বৈধতা পেয়েছেন।
দলটির প্রবর্তক আল্লামা ইমাম হায়াত ঘোষিত মানবতা, ন্যায় ও ইনসানিয়াত ভিত্তিক রাজনৈতিক দর্শনের আলোকে নোয়াখালীর তিনটি আসনে প্রার্থী চূড়ান্ত করা হয়।
নোয়াখালী-০১ (চাটখিল-সোনাইমুড়ি আংশিক) আসনে আপেল প্রতীকে মনোনীত হয়েছেন মশিউর রহমান। তিনি সত্য ও মানবতার রাষ্ট্র প্রতিষ্ঠার লক্ষ্যে ভোটারদের কাছে আপেল মার্কায় ভোট দেওয়ার আহবান জানিয়েছেন।
নোয়াখালী-০৪ (সুবর্ণচর-সদর) আসনে দলটির প্রার্থী ইউনুস নবী। তিনি মানবতার রাজনীতি গড়ে তোলার লক্ষ্যে জীবনের সত্য ও স্রষ্টা প্রদত্ত মানবিক মূল্যবোধের পক্ষে আপেল প্রতীকে ভোট দেওয়ার অনুরোধ জানান।
অন্যদিকে নোয়াখালী-০৫ (কোম্পানীগঞ্জ-কবিরহাট) আসনে আপেল প্রতীকে মনোনীত প্রার্থী তৌহিদুল ইসলাম মনোনয়নপত্রের বৈধতা পাওয়ায় সন্তোষ প্রকাশ করেছেন। তিনি এ জন্য সবার কাছে দোয়া কামনা করেন এবং কোম্পানীগঞ্জ ও কবিরহাটবাসীর প্রতি আহবান জানান, যেন তারা সত্য ও ন্যায়ের পক্ষে অবস্থান নিয়ে আপেল মার্কায় ভোট প্রদান করেন।
দলীয় নেতারা বলছেন, ইনসানিয়াত বিপ্লব বাংলাদেশ মানবতা, ন্যায় ও ইনসাফভিত্তিক রাষ্ট্রব্যবস্থা প্রতিষ্ঠার লক্ষ্যে নির্বাচনে অংশ নিচ্ছে।
সম্পাদক হিমেল আহাম্মেদ কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত